× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

দিনের শুরুতে দেখে নিন আপনার রাশিফল

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
আজকের রাশিফল

আজ কোন রাশির ব‍্যক্তি আধ‍্যাত্মিকতা অনুভব করতে পারবেন। আবার কোন রাশির ব‍্যক্তিদের বিবাহিত জীবন হতে চলেছে মধুর। তাই আর একদমই দেরী না করে চটপট দিনের শুরুতে দেখে নিন আপনার রাশিফল।

মিথুন: পূর্বে কাউকে দেওয়া কোন অর্থ আজ ফেরত পেরে পারেন। আজকের দিনে ফেলে রাখা কাজ সম্পূর্ণ করুন। বৈবাহিক জীবন আজকের দিনে সুখের মুহুর্ত নিয়ে আসবে। ছাত্র ছাত্রীদের পড়াশোনার প্রতি মনোযোগ দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করা প্রয়োজন।

মেষ: আজ আত্মীয় বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দিন। আর্থিক লাভেরও সুবিধা রয়েছে। আজ এই রাশির জাতক জাতিকাদের আনন্দের দিন, আপনার ইচ্ছা অনুযায়ী সব হবে। রক্ত চাপ যুক্ত ব‍্যক্তিরা শরীরের প্রতি নজর দিন। সঙ্গিনীর খারাপ কথায় আপনার হৃদয় দুঃখিত হবে।

বৃষ: অযথা জটিল কাজে নিজেকে জড়াবেন না। আত্মীয় পরিজনদের সঙ্গে সময় কাটাতে মন চাইবে। আজকের দিনে পছন্দসই বই কিনে, নিজেকে তার মধ্যে গভীর ভাবে নিয়োজিত রাখবেন। আজকে নতুন জিনিস জানার প্রবণতা আপনার মনে জেগে উঠবে।

কর্কট: আপনার চমৎকার পার্সোনালিটি পরিবারের জমায়েতে আপনাকে সকলের মধ‍্যমণি করে রাখবে। সেমিনার, সভায় যেতে পারেন। আপনার জ্ঞানের ভান্ডার প্রস্ফুটিত হবে। আজ এই রাশির ব‍্যবসায়ীরা কাছের মানুষের সহায়তায় আর্থিক লাভবান হবেন।

সিংহ: আজ মোটা অর্থ উপার্জন হলেও, সঞ্চয় করতে পারবেন না। প্রেমিকার অপছন্দের কোনো পোশাক পড়বেন না। আজকের দিনে অত‍্যাধিক চাহিদা আপনার বিবাহিত জীবনে সমস্যা বয়ে আনবে।

কন্যা: সন্তানদের কাজে জীবনের সেরা আনন্দ পাবেন। আপনার নামে নিন্দে মন্দ করে, এমন ব‍্যক্তিদের থেকে দূরে থাকুন। সময় নষ্ট না করে, ভালো কাজে লাগান।

তুলা: মনের সংশয় দূরে ঠেলে পরিবার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান। দূরে ভ্রমণ আপনার জন্য শুভ নয়। বিবাহিতদের কাছে আজকের দিন সেরা হতে চলেছে। আজ অর্থ সমস্যা দেখা দিতে পারে।

কুম্ভ: আজ এই রাশির জাতক জাতিকারা কাছের মানুষের থেকে স্বপ্নের সন্ধান পাবেন। পরিবার পরিজন থেকে দূরে গিয়ে আজকের দিনে সঙ্গিনীর সঙ্গে আলাদা সময় কাটাবেন। অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন।

মীন: আজ জরুরী কিছু কিনতে পারবেন। আপনার আকর্ষণীয় পার্সোনালিটি সকলের মনজয় করে নেবে। একগুঁয়ে মনোভাবকে সরিয়ে রেখে পিতা মাতার পরামর্শ মতো কাজ করুন।

বৃশ্চিক: আজ এই রাশির জাতক জাতিকাদের কাছে জমি কেনাবেচা এবং আর্থিক লেনদেনের জন্য শুভ দিন। ঘরের কাজ শেষ করে, টিভি সিরিয়াল দেখতে পারেন। বাচ্চাদের লাইফস্টাইল আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।

ধনু: কাছের মানুষেরা আপনার অত‍্যাধিক ভালোমানসিকতার সুযোগ নেবে। পার্থিব মোহ মায়া ত‍্যাগ করে, আজ আপনি আধ‍্যাত্মিকতার সন্ধান পেতে পারেন। সম্পত্তি চোখে চোখে রাখুন। নতুবা হস্তান্তর হয়ে যেতে পারে।

মকর: স্ত্রী, সন্তান এবং পরিবারের সঙ্গে সময় কাটানোয় আপনি পার্থিব আনন্দ লাভ করবেন। পারিবারিক ব‍্যবসায় লক্ষ্য রাখুন। নচেৎ আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। ভ্রমণে আনন্দ এবং কোনো বিশেষ ব‍্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। মাথায় কোনো নতুন পরিকল্পনা আসলে, আজই তা পরিবারের সঙ্গে ভাগ করে নিন। পিতা মাতার আশির্বাদ পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..