× Banner
সর্বশেষ
আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক

দিনাজপুরের নবাবগঞ্জে “তমা ফ্যাশন এন্ড বুটিকস” এর উদ্বোধন।

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
দিনাজপুরের

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন :  নারী সমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে “আমারাই নারী আমরাই পারি” এই ¯েøাগানে বিভিন্ন উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে “তমা ফ্যাশন এন্ড বুটিকস” উদ্বোধন করা হয়েছে ।

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাব গঞ্জ বাজার স্বপ্নপুরী রোড স¤্রাট ট্রেডার্স দ্বিতীয় তলায় “তমা ফ্যাশন এন্ড বুটিকস” ফিতা ও কেক কেটে উদ্বোধন কালে প্রধান আতিথী দিনাজপুর জেলার জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন বলেন, বিশ্বের ন্যায় দেশে করোনার কারণে দেশের অর্থনৈতিক চাকা অনেকটা স্থবির হয়ে পড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় নারীরা এখন অনেক এগিয়ে যাচ্ছে বর্তমানে নারীরা অনলাইনে বিজনেস এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে শামিল হয়ে স্বামী ও পরিবারকে সহায়তা করছে ।

“দিনাজপুর উদ্যোক্তা বর্গ”র পরিচালক শম্পা দাস মৌ বলেন , নারী উদ্দক্তা হিসেবে কাজ করে নিজেকে স্বামলম্বী ও একজন সফল নারী উদ্দক্তা হিসেবে তমা উন্নতম তার উত্তর উত্তর কামনা করে উদ্দক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন , অনলাইনে / এফ-কমার্স / ই-কমার্সের মাধ্যমে গ্রহকদের দোড়গড়ায় কেনাকাটা সেবা পৌঁছে দিয়েছে । তাই গ্রহকদের সেবা নিশ্চিত করে কোন গ্রাহক যেন হয়রানীর শ্বীকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ।

উদ্বোধন এর পূর্বে অতিথীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন “তমা ফ্যাশন এন্ড বুটিকস” সত্তাধীকারী তনিমা দেব তমা । এসময় উপস্থিত ছিলেন ফারহানা ইলা, সাইকা ইয়াসমিন এলিন, বর্ণী আহমেদ, রেনেসাঁ আলম, উম্মে কুলসুম, নন্দিতা সাহা, এ আর ববি , লিমন রায় সহ স্থানীয় ব্যাক্তিবর্গ ।


এ ক্যটাগরির আরো খবর..