স্বৈরাচার সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য একের পর এক গুমের ঘটনা ঘটিয়েছিল বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
২০১৪ সালে তিন মাস ১৭ দিন ও ২০১৮ সালে তিনদিন গুম ছিলেন কেন্দ্রীয় বিএনপির এই নেতা। আজ সোমবার সকালে মাদারীপুর শহরের লেকেরপাড়ে গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনার আমলে গুম হয়েছেন অন্তত দুইবার। দেড়শো’র বেশি মামলার আসামিও হয়েছে তার বিরুদ্ধে। কারাবরণ করছেন বহুবার।
কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে প্রথমবার তাকে ধানমন্ডির মেট্রো শপিং মল ও শেষবার রমনা হোটেলের ভেতর থেকে তুলে নিয়ে যায়। পরে চালানো হয় অমানসিক নির্যাতন। প্রথমবার তাকে হাত-পা ও চোখ বেধে ফরিদপুরের কানাইপুরে মহাসড়কে ও শেষবার রমনা থানায় রেখে যায় অজ্ঞাতরা। গুমে থাকাকালীন সময় খোকনের পরিবার ছিল দুঃচিন্তায়, আর ভয়াবহ আতঙ্কে, এমন নির্যাতনের বর্ননা দিতে গিয়ে কেঁদে ফেলেন কেন্দ্রীয় এই নেতা।
তালুকদার খোকন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি প্রবেশ করেন খোকন তালুকদার। রাজনীতিতে আসার সময় থেকে এখন পর্যন্ত বড় একটি সময় ছিলেন বিরোধীদলে। শত নির্যাতনের পরও টিকে থাকাটাই চ্যালেঞ্জ ছিল বলেও দাবি তার। যারা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিল তারা প্রত্যেকেই এমন ঘটনার শিকার। সহকর্মীদের মনবল ভেঙ্গে দেয়ার জন্যই শেখ হাসিনা সরকার একের পর এক গুম-খুন চালিয়েছিল।
কেন্দ্রীয় বিএনপির এই নেতা বলেন, আগামী নির্বাচনে জনগনের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। হবে দেশ ও জাতির উন্নতি। নিজের স্বার্থ নয়, দলকে ভালবেসে কাজ করলে দেশের মানুষ ভাল থাকবে। দল থেকে দীর্ঘদিনে যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট, আগামীতে থাকবেন নতুন নির্দেশনার অপেক্ষায়।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ^বিদ্যালয়ে ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে ১৯৯৮ সালে রাজনীতিতে প্রবেশ করেন বর্তমান কেন্দ্রীয় বিএনপির এই নেতা। তার বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম খান্দুলী গ্রামে। তার বাবা হাজী এছাহাক উদ্দিন রতন তালুকদার ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন। খোকন তালুকদার ২০১৮ সালে মাদারীপুর-০৩ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ নির্বাচনে অংশ নেন। পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে তার।