অর্থনৈতিক ডেস্কঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের নজর কেড়েছে অলিম্পিক বিস্কুটের ৪৮ নম্বর প্যাভিলিয়ন।
বিশাল আকারের প্যাভিলিয়নের বাইরের অংশের সাজ সজ্জার সঙ্গে ক্রেতারা অর্ধশতাধিক আইটেমের পণ্য ক্রয়েও উপভোগ করছেন আকর্ষণীয় মূল্য ছাড়ের সুবিধা। অলিম্পিক ইন্ডাস্ট্রিজের স্টলটিতে বিস্কুটের পাশাপাশি বেশ কয়েক ধরণের আইসক্রিমও পাওয়া যাচ্ছে ২৫ টাকা থেকে ১০০ টাকার মধ্যে।
বিস্কুট কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন ৩০ টাকা থেকে ৯০ টাকা পর্যন্ত মূল্যছাড়। স্টল কর্মকর্তারা জানান, এ বছর মেলায় প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি।