× Banner
সর্বশেষ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

দক্ষিণ আফ্রিকার সাথে জনশক্তি রপ্তানিসহ বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

নিউজ ডেস্কঃ  দক্ষিণ আফ্রিকা হলো এমন একটি দেশ যে দেশের সঙ্গে রয়েছে আমাদের বাংলাদেশের আবহাওয়ার অনেক মিল। তাই জনশক্তি রপ্তানিসহ বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। বললেন বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল সোলায়মান আলম শেঠ।

চট্টগ্রাম চিড়িয়াখানায় দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা ছয়টি জেব্রা আনার বিষয়ে জানতে চাইলে তিনি তার খুলশীস্থ দক্ষিণ আফ্রিকার কনসুলেট কার্যালয়ে কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, এরইমধ্যে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকা সফর করেছেন। প্রতিনিধি দলটি দক্ষিণ আফ্রিকার সঙ্গে চট্টগ্রাম বন্দরের নতুন রুটসহ ব্যবসা-বাণিজ্য প্রসারে সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।

চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মতো ৪৮ লাখ টাকা মূল্যে জেব্রাগুলো আমদানি করে জেলা প্রশাসন। চিড়িয়াখানার আগত দর্শনার্থীদের টিকিট বিক্রির আয় দিয়ে এই জেব্রাগুলো আনা হয় বলে জানানো হয় জেলা প্রশাসন থেকে।

জেব্রা প্রসঙ্গে সোলায়মান আলম শেঠ বলেন, দক্ষিণ আফ্রিকার বিশাল অঞ্চল জুড়েই বিভিন্ন প্রজাতির প্রাণী ও বনজ সম্পদে ভরপুর। তাই ওখান থেকে সহজে ও সাশ্রয়মূল্যে বাংলাদেশ সব ধরনের প্রাণিসম্পদ আনতে পারে।

দেশের ব্যবসায়ী ও বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিখাত আরএমজি (তৈরি পোশাক শিল্প) এর জন্য নতুন রুট হতে পারে চট্টগ্রাম থেকে দক্ষিণ আফ্রিকার বন্দর এবং সেখান থেকে আমেরিকা ও ইউরোপ।

বাংলাদেশের পোশাক শিল্পের বড় বাজার হচ্ছে উত্তর আমেরিকা ও ইউরোপ। বর্তমান রুট হচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর বন্দর হয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে জাহাজে করে আমেরিকায়। এতে গড়ে সময় লাগে এক মাসেরও বেশি। পরিবহন ব্যয়ও বেশি। কিন্তু চট্টগ্রাম বন্দরের সঙ্গে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবান বন্দরের নতুন রুট হলে দূরত্ব, সময় ও ব্যয়ও কমবে। চট্টগ্রাম বন্দর থেকে কেপটাউন, ডারবান বন্দরের দূরত্ব যথাক্রমে ৬৭৬১ নটিক্যাল মাইল ও ৫৯২৮ নটিক্যাল মাইল। আরও সুবিধা হলো দক্ষিণ আফ্রিকা থেকে তৈরি পোশাকগুলো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে উত্তর আমেরিকার ও ইউরোপের পাশাপাশি দক্ষিণ আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া,উরুগুয়ে,কলাম্বিয়া, চিলি, পেরুর বাজারে সহজে প্রবেশ করতে পারবে। তবে এজন্য বিজিএমইকে গ্লোবাল মার্কেটে আরও তৎপর হতে হবে। বাংলাদেশি পোশাকশিল্পের পাশাপাশি অন্যান্য রপ্তানি পণ্যেরও সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বন্দর থেকে দক্ষিণ আফ্রিকায় সরাসরি নৌজাহাজ চলাচলের বিষয়ে অচিরেই একটি সমঝোতা স্বারক সই হবে বলে উল্লেখ করে সোলায়মান আলম শেঠ বলেন, দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম বন্দরকে কারিগরি সহায়তা, অবকাঠামো উন্নয়ন, মেরিন সার্ভিস, টাগ অপারেশন ও প্রশিক্ষণ প্রদানে সহায়তা বিষয়ে ঐক্যমত পোষণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..