14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান রাশিয়া বৈঠক

ডেস্ক
July 21, 2025 7:55 am
Link Copied!

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার পরমাণু বিষয়ক শীর্ষ উপদেষ্টা আলী লারিজানির সঙ্গে আকস্মিক বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় রোববার (২০ জুলাই) ক্রেমলিনে এই বৈঠক হয়েছে।

ইরানের ধর্মীয় নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে রাশিয়া। বিভিন্ন ক্ষেত্রে দেশটি ইরানকে অনেক সাহায্য করে আসছে। তবে গত জুনে ইসরায়েল যখন ইরানে বড় ধরনের বোমা হামলা চালায় ও যুক্তরাষ্ট্রও তাতে যোগ দেয়, তখন রাশিয়া তাদের বন্ধু ইরানের পক্ষে তেমন জোরালো সমর্থন দেয়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই অঘোষিত বৈঠক সম্পর্কে জানিয়েছেন, লারিজানি মধ্যপ্রাচ্য ও ইরানের পরমাণু কর্মসূচির চারপাশের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে মূল্যায়ন তুলে ধরেছেন। পেসকভ আরও বলেন, পুতিন এই অঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল করা ও ইরানের পরমাণু কর্মসূচির রাজনৈতিক নিষ্পত্তি নিয়ে রাশিয়ার সুপরিচিত অবস্থান ব্যক্ত করেছেন।

এদিকে, একটি জার্মান কূটনৈতিক সূত্র রোববার এএফপিকে জানিয়েছে, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি আগামী কয়েক দিনের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা করার পরিকল্পনা করছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সিও একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরান তিনটি ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করতে সম্মত হয়েছে।

গত সপ্তাহে রাশিয়ার একটি মার্কিন সংবাদ সংস্থা এক্সিওসের প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছিল। এক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, পুতিন ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি চুক্তি মেনে নিতে উৎসাহিত করেছেন, যা ইসলামিক প্রজাতন্ত্রকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখবে।

ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে আসছে। তবে তারা পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের বৈধ অধিকার রক্ষার কথা বলে আসছে।

http://www.anandalokfoundation.com/