× Banner
সর্বশেষ
নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ সুন্দর বাসযোগ্য ভূমি রেখে যেতে নিজের অন্তরকে পরিষ্কার করার আহ্বান আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার রাজনৈতিক সংস্কৃতি পুনরুদ্ধারে নিয়ামক হিসেবে কাজ করবে গণভোট -ধর্ম উপদেষ্টা   জনগণকে শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত ২০২৫ সালে সংখ্যালঘুদের উপর ৬৪৫টি ঘটনাই উদ্বেগজনক বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ৩৪৪ ট্রাক, পাসপোর্টধারী যাতায়াত ১৬৫৬ জন

তেঁতুলিয়ায় বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ২৮ মে, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজিপাড়া সীমান্তের ৪৪২ এর ৬ এস পিলার বরাবর বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বদেন পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেঃ কর্ণেল আল হাকিম নওশাদ এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষে  শিলীগুড়ি (বিএসএফ) এর ৬৬ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক লেঃ কর্ণেল.অরুন কুমার ভারমা।

 

তেঁতুলিয়া টাইয়াগজ সীমন্তে ঘেষা বাংলাদেশের একটি রাস্তা পুননির্মাণ কে কেন্দ্র করে বিজিবি বিএসএফের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বিজিবি সূত্রে জানায়, বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলিয়ার টাইয়াগজ সীমান্ত থেকে দেড়শ গজের ভিতরে রাস্তা পুনঃনির্মাণ করতে গেলে টহলরত ভারতীয় বিএসএফ বাধা প্রদান করে। বাংলাদেশ পক্ষে এর প্রতিবাদ জানানো হলে এই পতাকা বৈঠকের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএসএফ এর ডিসি স্টাফ অফিসার প্রবীণ কুসার, হাফতিয়াগজ কোম্পানী কমান্ডার ডিএন শুকলা, পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ডিএডি ইমাম হোসেন, তেঁতুলিয়া কোম্পানী কমান্ডার সাউদ আহমেদ, আব্দুল জলিল, আবুল খায়ের প্রমুখ। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরে রাস্তা নির্মানে বিএসএফের বাধার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্ণেল. আল হাকিম মোহাম্মদ নওশাদ বৈঠক সম্পর্কে জানান, সুপ্রাচীন এই রাস্তাটি পুণঃনির্মানের জন্য আমাদের উদ্যোগের কথা বিএসএফকে জানানো হয়েছে। রাস্তাটি বাংলাদেশের। বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। ভারতীয় প্রতিনিধি দল সীমান্ত এলাকা পরিদর্শন করে রাস্তা পুণঃনির্মান বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন এবং সমাধানের ব্যবস্থা করবেন।


এ ক্যটাগরির আরো খবর..