× Banner
সর্বশেষ

তেঁতুলিয়ায় বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ২৮ মে, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজিপাড়া সীমান্তের ৪৪২ এর ৬ এস পিলার বরাবর বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বদেন পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেঃ কর্ণেল আল হাকিম নওশাদ এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষে  শিলীগুড়ি (বিএসএফ) এর ৬৬ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক লেঃ কর্ণেল.অরুন কুমার ভারমা।

 

তেঁতুলিয়া টাইয়াগজ সীমন্তে ঘেষা বাংলাদেশের একটি রাস্তা পুননির্মাণ কে কেন্দ্র করে বিজিবি বিএসএফের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বিজিবি সূত্রে জানায়, বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলিয়ার টাইয়াগজ সীমান্ত থেকে দেড়শ গজের ভিতরে রাস্তা পুনঃনির্মাণ করতে গেলে টহলরত ভারতীয় বিএসএফ বাধা প্রদান করে। বাংলাদেশ পক্ষে এর প্রতিবাদ জানানো হলে এই পতাকা বৈঠকের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএসএফ এর ডিসি স্টাফ অফিসার প্রবীণ কুসার, হাফতিয়াগজ কোম্পানী কমান্ডার ডিএন শুকলা, পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ডিএডি ইমাম হোসেন, তেঁতুলিয়া কোম্পানী কমান্ডার সাউদ আহমেদ, আব্দুল জলিল, আবুল খায়ের প্রমুখ। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরে রাস্তা নির্মানে বিএসএফের বাধার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্ণেল. আল হাকিম মোহাম্মদ নওশাদ বৈঠক সম্পর্কে জানান, সুপ্রাচীন এই রাস্তাটি পুণঃনির্মানের জন্য আমাদের উদ্যোগের কথা বিএসএফকে জানানো হয়েছে। রাস্তাটি বাংলাদেশের। বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। ভারতীয় প্রতিনিধি দল সীমান্ত এলাকা পরিদর্শন করে রাস্তা পুণঃনির্মান বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন এবং সমাধানের ব্যবস্থা করবেন।


এ ক্যটাগরির আরো খবর..