× Banner
সর্বশেষ
আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া

তীব্র তাপদাহে জ্বলছে রাণীশংকৈল

admin
হালনাগাদ: বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপর্যুপরি খরার প্রকোপ, বিদ্যুতের লোড সেডিংএর ফলে রাণীশংকৈল তীব্র তাপদাহে জ্বলছে। মানুষ গবাদি পশু পাখি হাঁস মুরগী প্রাণীকুল তাপদাহের যন্ত্রণায় ছটপট করছে।

বৈশাখ এলেই কাল বৈশাখী ঝড়ের প্রকোপে তছনছ হয়ে অনেক পরিবার, ভেঙ্গে দিয়ে যায় গাছ পালা ঘর বাড়ি। কিন্তু কাল বৈশাখী ঝড় তো দুরের কথা এক ফোটা বৃষ্টির দেখা মিলেনি পুরো বৈশাখ মাসে। প্রাণীকুল এক ফোটা পানির জন্য আকাশের পথ চেয়ে আছে। বোরো চাষের ভরা মৌসুম। বিদ্যুতের লোড শেডিং আরো অতিষ্ট করে তুলেছে মানব জীবনকে। যেভাবে ফসলাদি পুড়ছে তেমনি খাঁ খাঁ করছে আকাশ বাতাস। বাড়ছে রোগ ব্যাধি অসুখ বিশুখ। বৃদ্ধ ও শিশুরা অসুখে আক্রান্ত হচ্ছে বেশি। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। খাল বিল শুকিয়ে হাহাকার পড়েছে পানির। বিদ্যুতের লোড শেডিংএর কারনে সেচ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে চাষিরা। গাছে পাতে ভাল হলেও ধান ফলনে শংকায় রয়েছেন চাষিরা। উঁচু জায়গার ফসলাদি পরিমানমত পানি না পেয়ে মরতে বসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, অনাবৃষ্টির কারণে ফসলাদির ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। বিদ্যুতের লোড সেডিং এর কারনেও অনেকটা সমস্যা হচ্ছে ফসলের। বিদ্যুতের ঘাটতি দুর চাহিদা পুরনের ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..