× Banner

পিআইডি

তরুণ প্রজন্মের কাছে রাসূল (সা.)-এর অনুকরণীয় জীবনাদর্শ তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

অনলাইন ডেক্স
হালনাগাদ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
তরুণ প্রজন্মের কাছে রাসূল

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ। তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কিন্তু অতি সাধারণ ছিল তাঁর জীবন। তরুণ প্রজন্মের কাছে তাঁর এ অনুকরণীয় জীবনদর্শন তুলে ধরতে পদক্ষেপ নিতে হবে।

আজ ধানমন্ডিতে মসজিদ উত-তাকওয়া সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী সিরাত আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এ উপলক্ষ্যে মসজিদের চতুর্থ তলায় একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে যেখানে প্রতীকীরূপে মহানবি (সা.) এর যাপিত জীবনকে তুলে ধরতে মাটির ঘর, তৈজসপত্র, পানি ধরে রাখার মসক, খেঁজুর পাতার ছাওনি, খাট এবং তাঁর প্রিয় খাবার প্রদর্শন করা হচ্ছে।

উপদেষ্টা বলেন, নতুন প্রজন্ম বইপত্র পড়ে নবি করিম (সা.) এর জীবনী জানে। আমরা চেষ্টা করেছি এ প্রদর্শনীর মাধ্যমে বইপত্র পড়ে তাদের মনে যে চিত্র তৈরি হয়েছে সেই কল্পনার সাথে যেন তারা নবিজির যাপিত জীবনকে মিলিয়ে নিতে পারে। এ প্রদর্শনী দেখে তাঁরা বুঝতে পারবে কত সাধারণ জীবন থেকে তিনি অসাধারণ সন্মানের অধিকারী হয়েছেন।

শেখ বশিরউদ্দীন তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে নৈতিকতা, সততা ও মানবিকতায় সমৃদ্ধ করে গড়ে তোলার সমন্বিত প্রয়াসের প্রসংশা করে বলেন, মসজিদ উত-তাকওয়া সোসাইটি নবি (সা.) এর জীবনকে তুলে ধরতে যে উদ্যোগ নিয়েছে তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উদ্যোগ অন্যরাও নিতে পারেন। তিনি তরুণদের নবিজির জীবনী অধ্যয়ন ও তাঁর শিক্ষাকে জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

ধানমন্ডিতে মসজিদ উত-তাকওয়া সোসাইটির আয়োজিত তিন দিনব্যাপী সিরাত আয়োজনে রয়েছে সিরাত বই প্রদর্শনী, সিরাত আলোচনা, নাশিদ সন্ধ্যা, শিশুতোষ আলোচনা, নারীদের জন্য বিশেষ হালাকা, নবিজির সুবাস, রং তুলিতে নবিজির শহর, ফুড অফ প্রফেট (সা.), বায়োগ্রাফি অফ প্রফেট (সা.) এবং থ্রিডি এনিমেশন শো। এসব আয়োজন ১-৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। নারীদের জন্য বাদ জোহর থেকে আসর পর্যন্ত প্রবেশ উন্মুক্ত থাকবে।

এসময় মসজিদ উত তাকওয়া সোসাইটির খতিব সাইফুল ইসলামসহ মসজিদের অন‍্যান‍্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নবিজির জীবনভিত্তিক বইয়ের প্রদর্শনী ঘুরে দেখেন।


এ ক্যটাগরির আরো খবর..