14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার সাথে সিলেটের দূরত্ব কমছে ৪৫ কিলোমিটার

admin
October 7, 2015 5:02 pm
Link Copied!

শাফী চৌধুরীঃ হবিগঞ্জ-লাখাই-সরাইল- নাছিরনগর আঞ্চলিক মহাসড়কে বহু কাঙ্খিত বলভদ্র নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৮ অক্টোবর সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তিনি এ সেতুর উদ্বোধন করবেন। এর মাধ্যমে বাস্তবায়ন হবে হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্র“তি। পাশাপাশি সেতুটি চালু হলে ওই বিকল্প মহাসড়ক দিয়ে ঢাকার সাথে হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটের দূরত্ব কমবে ৪৫ কিলোমিটার।

জানা যায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওই সড়কে ২শ’ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু সেতুর স্থান নির্ধারন নিয়ে জটিলতা দেখা দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির এর অক্লান্ত প্রচেষ্টায় পরবর্তীতে সেতু নির্মাণ কাজ শুরু হয়।

সেতুটি নির্মাণ হওয়ায় হবিগঞ্জ-লাখাইর মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হল। এ ব্যাপারে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান জানান, ২১ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিং এর আয়োজন করা হয়েছে।

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভেকেট মো. আবু জাহির বলেন, এই সেতুটি নির্মাণ করা এবং আঞ্চলিক মহাসড়কটি চালু করা ছিল তার এবং প্রধানমন্ত্রী শেখহাসিনার অন্যতম নির্বাচনী প্রতিশ্র“তি। অনেকপ্রতিকূলতার পর সেতুটি নির্মাণ হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন।

http://www.anandalokfoundation.com/