নিজস্ব প্রতিবেদক: সিলেটে সাগরদীঘি পাড় এলাকায় ড্রিমসিটির জমি নিরাপত্তার নামে দখল করে রেখেছে স্থানীয় পুলিশ। জনৈক বাবুল নামের এক ব্যক্তির দখলসত্ব বজায় রাখতে ওই জমিতে বেআইনিভাবে অবস্থান করছে পুলিশ। শনিবার (২ আগস্ট ২০২৫) তারিখে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে ড্রিমসিটির পক্ষে সামরান হোসেন চৌধুরী রাজু এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের সাগরদীঘির পাড় এলাকার জমির পূর্বের মালিক বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামে হিমাংশু রঞ্জন গুপ্ত। তিনি উত্তারাধিকার সুত্রে ১ একর ১০ শতক জমির মালিক হন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয়পার্টির স্থানীয় নেতা নজরুল ইসলাম বাবুলের সহযোগিতায় আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনসির মালিকানাধিন এসটিএস গ্রুপ এই ভূমি দখল করে।
তিরি আরো বলেন, বিষয়টি জানার পর জায়গার মালিক হিমাংশু রঞ্জন গুপ্ত আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত এসটিএস গ্রুপের দলিলটি বাতিল করে দেন। যে জাল দলিলের মাধ্যমে জমি দখল করা হয় সে দলিলে স্বাক্ষী হিসেবে বাবুলের নাম রয়েছে। অভিযোগ রয়েছে, ভুয়া একজনকে মালিক বানিয়ে দলিল সৃজনের মাধ্যমে এসটিএস গ্রুপের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছেন এই বাবুল।
তিনি বলেন, হিমাংশু রঞ্জন গুপ্ত ২০২৪ সালের মার্চ মাসে আমি ( সিলেটের বিশ্বনাথ উপজেলার সামরান হোসেন চৌধুরী রাজু) সহ তিনজনের কাছে এই জমি বিক্রি করেন। এর আগে জমি ক্রয় নিয়ে আলোচনার শুরুতে ২০২২ সালে এই ভূমির কোনো দাবিদার আছে কি-না, এ বিষয়ে গণমাধ্যমে লিগ্যাল নোটিশ প্রকাশ করে। কিন্তু সবকিছু সঠিক থাকার পরও মন্ত্রীর দাপটের কারণে তখন জমিতে যেতে পারিনি ৷
রাজু বলেন, ২০২৪ এর গণঅভূত্থানে ফ্যাসিবাদের পতন হলে রাতের আঁধারে জায়গার দখল ছেড়ে পালিয়ে যায় এসটিএস গ্রুপ। ওই সময়ে নিজেদের জমি দখলে যাই আমরা৷ সেখানে আমরা একটি ঘর নির্মাণ করি। দেলোয়ার হোসেন নামে একজনকে কেয়ারটেকার হিসেবে নিয়োগ দেই। তিনি স্বস্ত্রীক বসবাস করেন। অবশিষ্ট খালি জায়গায় মাহফুজুর রহমান নামে একজনকে সবজি চাষের জন্য ভাড়া দেই৷ ওই সময়ে ফের জমি দখল নিতে ষড়যন্ত্র শুরু করেন বাবুল। তার সঙ্গে যোগ দেন ফ্যাসিস্ট আমল থেকে অদ্যাবধি বহাল থাকা সিলেট কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক।
তিনি বলেন, চব্বিশের গণ আন্দোলনের পর অধিকাংশ থানার ওসি পরিবর্তন হলেও বহাল তবিয়তে আছেন ওসি। তিনি আওয়ামী সরকারের দোসর জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সিলেট-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী নুরুল ইসলাম বাবুলের ঘনিষ্ট। পুরনো সম্পর্ককে কাজে লাগিয়ে ওসির সহযোগিতায় মোটা অংকের টাকার বিনিমিয়ে প্রকৃত মালিকদের জমি থেকে সরিয়ে তা খালি রাখতে ফন্দি আটেন তিনি।
তিনি আরো বলেন, জাপা নেতা বাবুল ওই এলাকার বাসিন্দা এবং একজন প্রভাবশালী ব্যবসায়ী। বাবুল নিজেই আমাদের কেয়ারটেকারকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলা করিয়ে এখানে অপকর্ম হয় বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। ড্রিম সিটির বিরুদ্ধে অপকর্মের অভিযোগ করে বিক্ষুব্ধ করার চেষ্টা করেন এলাকাবাসীকে। শুরুতে ‘এলাকাবাসী বিভ্রান্ত হলেও পরে তারা লিখিতভাবে এসএমপি কমিশনারকে জানিয়েছেন, ড্রিম সিটির বিরুদ্ধে অভিযোগ মিথ্যা৷ এখান থেকে পুলিশ সদস্যদের সরালে তাদের কোনো আপত্তি নেই৷
তিনি বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে এ বিষয়ে আইনি নোটিশ প্রদান করেছি৷ আমরা সরাসরি উপস্থিত হয়ে পুলিশকে আমাদের বক্তব্য দিয়েছি৷ সেই সঙ্গে জমির মালিক হিসেবে সকল কাগজপত্র প্রদান করেছি৷ পুলিশ আমাদের আশ্বস্ত করেছিলো কিছু দিনের মধ্যেই জমি থেকে ক্যাম্প সরিয়ে নেবে৷ কিন্তু নানা অজুহাতে এই পুলিশ সদস্যদের বহাল রেখে আমাদের জমিতে কোন প্রকার কাজ করতে দিচ্ছে না৷