× Banner
সর্বশেষ
গবেষণায় বিএনপির ভোট বাড়ায় শঙ্কায় জামায়াতে ইসলামী যৌন হয়রানি প্রতিরোধ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন সত্তর শতাংশ মানুষের ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করবে -এস এম জিলানী ন্যায় ও ইনসাফের পক্ষে বাধ ভাঙা জেয়ার শুরু হয়েছে -জামায়াতে আমীর পাকিস্তানে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে অভূত সংবর্ধনা পেল বাংলাদেশ বিমান বাগেরহাটে সেনা অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক তৃতীয় বার জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ বিশ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরা নিশ্চিতে বিশেষ উদ্যোগ গায়ানা নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশ শিশু অপহরণ রোধে হেগ কনভেনশনে পক্ষভুক্ত করার প্রস্তাব অনুমোদন

ডিগ্রিধারীদের ষড়যন্ত্রে নিয়োগ দেওয়া হচ্ছে না ডিপ্লোমা প্রকৌশলীদের

SDutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রে বৈষম্যের শিকার হচ্ছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। ১০ম গ্রেডে যোগ দান করে ডিপ্লোমা প্রকৌশলীরা পাচ্ছেন না কোনো পদন্নোতি। অন্যদিকে ৯ম গ্রেডে ডিগ্রিধারী বিএসসি প্রকৌশলীরা যোগদান করে পেয়ে যাচ্ছে র‍্যাপিড পদন্নোতি। সম্প্রতি তারা ভাগ বসাতে চাচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য রক্ষিত চাকুরীতে। এতে বহু ডিপ্লোমা প্রকৌশলী বেকার হয়ে যাবে। ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ডিগ্রিধারী প্রকৌশলীরা।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) কাকরাইলের আইডিইবি ভবনে এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন মো. আখেরুজ্জামান। তিনি বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহবায়ক। এসময় তার সঙ্গে ছিলেন সংগঠনের সদস্য সচিব মো. ইমাম উদ্দিন। ৭ দফা দাবি জানিয়ে বক্তব্য রাখেন ডিপ্লোমা প্রকৌশলীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইমাম উদ্দিন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রকৌশলী কবীর হোসেন ও আখেরুজ্জামান। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, প্রকৌশলী আবিদুর রহমান, প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকৌশলী মোস্তফা কামাল, প্রকৌশলী বাচ্চু মিয়া, ,প্রকৌশলী পারভেজ মোশারফ, প্রকৌশলী আজিজুর রহমান প্রমুখ।

তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে একজন ডিগ্রিধারী প্রকৌশলীরা ৪ বছরে ১৬০ ক্রেডিট সম্পন্ন করে। একইভাবে ডিপ্লোমা প্রকৌশলীরা ৪ বছর ১৬০ ক্রেডিট সম্পন্ন করে থাকেন। তারপরও কর্তৃপক্ষ এ বিষয়টি আমলে না নিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে নানা ক্ষেত্রে বৈষম্য করে যাচ্ছেন। সম্প্রতি ডিগ্রি প্রকৌশলীরা ১০ম গ্রেডে চাকুরী আবেদন করার দাবি জানিয়েছে। যা অযৌক্তিক। সরকারি আইন অনুসারে এই গ্রেডে আবেদন করতে পারেন না ডিগ্রিধারী প্রকৌশলীরা। এটা ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সুরক্ষিত। ডিগ্রিধারী প্রকৌশলীরা ডিপ্লোমাদের নামে মিথ্যাচার করে নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা সরকারের কাছে চাকরি আইন মেনে চলার দাবি জানাই। ডিপ্লোমাদের পদ কোনো মতেই ডিগ্রিধারীদের দেওয়া হবে না। এই মর্মে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে সারাদেশের ডিপ্লোমা প্রকৌশলীরা ভিন্ন পন্থায় কর্মসূচি দেবে।


এ ক্যটাগরির আরো খবর..