× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ‘স্বপ্নসারথি’ গ্রাজুয়েশন অনুষ্ঠান  ডুমাইন ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র আছে সেবা নেই ইলিশের নতুন প্রজনন মৌসুম নির্ধারণ ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম প্ল্যাটফর্ম মানবপাচারের শিকার ফরিদপুরে সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৪ জন যশোরে সাংবাদিক মনিরুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার মধ্যে দিয়ে চলছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ

ডাসার(মাদারীপুর) থেকে সৈয়দ রাকিবুল ইসলাম 

ডাসারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টা, যুবককে জুতাপেটা

অনলাইন ডেক্স
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টা, যুবককে জুতাপেটা

মাদারীপুরের ডাসারে রাতের এক প্রবাসীর স্ত্রীকে রাতের আঁধারে ছুড়ির ভয় দেখিয়ে জোরপুর্বক ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে।পরে ওই প্রবাসীর স্ত্রী  থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনার শাস্তি হিসেবে শালিশ বৈঠকের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করে এবং অভিযুক্তকে জুতাপেটা করেছে স্থানীয় মাতুব্বররা।
ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার বালীগ্রাম এলাকার ঘুইঙ্গাকুল গ্রামের সৌদী প্রবাসীর স্ত্রী সম্প্রতি রাতের খাবার খেয়ে দুই শিশু কন্যাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে বাঘুরিয়া গ্রামের চান্দু ঘরামীর ছেলে জামাল ঘরামী  ঘরের পেছনের বেড়া খুলে ভেতরে প্রবেশ করে।এরপর সে একটি পকেট থেকে ছুড়ি বের করে ওই প্রবাসীর স্ত্রীকে হত্যার ভয় দেখিয়ে জোরপুর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় প্রবাসী স্ত্রীর চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এলে জামাল ঘরামী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পরে ওই প্রবাসীর স্ত্রী ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রবাসীর স্ত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগের কথা জেনে অভিযুক্ত জামালকে নিয়ে গ্রাম্য মাতুব্বররা মিলে গোপনে একটি শালিশ বৈঠকের আয়োজন করে। ওই শালিশ বৈঠকে অভিযুক্ত জামালকে ২০ হাজার টাকা জরিমানা নির্ধারন করে ও ভুক্তভোগীকে শান্তনা দেওয়ার জন্য অভিযুক্তকে কয়েকটি জুতাপেটা দেন।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বলেন, গভীর রাতে আমাদের ঘরের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে দেলোয়ার আমাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। আমি তার বিচার চাই।অভিযুক্ত জামাল ঘরামী জানান, আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র। আমরা শালিশির মাধ্যমে অপোষ মিমাংশা হয়ে গেছি।
স্থানীয় ইউপি সদস্য গ্রাম্য মাতুব্বর দেলোয়ার বলেন, আমরা শালিশির আয়োজন করেছিলাম উভয় পক্ষকে মিমাংশা করার জন্য। কাউকে বাচানোর জন্য নয়। তবে শালিশির মাধ্যমে জামাল ঘরামীর বিচার করা হয়েছে।
এব্যাপারে ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, বিষটি আমি দেখতেছি।


এ ক্যটাগরির আরো খবর..