13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে কলেজ মাঠে  পাগলা গরুর তান্ডবে আহত অধ্যাপিকা। 

অনলাইন ডেস্ক
October 13, 2021 2:09 pm
Link Copied!

ডাসার প্রতিনিধি : মাদারীপুরের ডাসার উপজেলার সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজে, কলেজ কতৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসে গরু চরায় স্থানীয় কিছু লোকজন।
কলেজ কতৃপক্ষ মাইকিং করে   স্থানীয় কিছু লোকজনকে গরু চরাতে অনেকবার নিষেধ করে। নিষেধ করা  সত্ত্বেও  স্থানীয় কিছু কতিপয় লোকজন নিয়মিত  গরু চরায় কলেজ মাঠে।
এতে করে দূর্ঘটনাটি ঘটে। গত  শনিবার  সকালে  গুঁতায় একজন শিক্ষিকা গুরুতর আহত হয়েছে।
এ বিষয়ে আহত ওই অধ্যাপিকা  ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী সূত্রে জানাযায় যে, গত ৯ অক্টোবর  ডাসার সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের গার্হস্থ্য বিজ্ঞানের
অধ্যাপিকা খালেদা পারভীন কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে যাওয়ার সময় হঠাৎ করে গরু তাঁকে গুঁতা মেরে মাটিতে ফেলে দেয়।
সাথে সাথে মাটিতে লুটিয়ে পরে ওই শিক্ষিকা।এসময় হাত দিয়ে গরুটিকে বাঁধা দিলে গরুর সুউচ্চ শিংয়ের
গুতায় হাত মারাত্মক যখম হয়।পরে আহত অধ্যাপিকা কে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যাবস্থা করে কলেজ কতৃপক্ষ।
এবিষয়ে কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন বাবলু জানান, বারংবার স্থানীয় লোকজন কে গরু, ছাগল কলেজ ক্যাম্পসে ঢুকাতে  নিষেধ করা সত্ত্বেও কিছু লোকজন মানছে না।কলেজ মাঠ নোংরা করে ফেলছে, মাঠে ছাত্রীরা খেলাধুলা করতে পারে না, এমনকি বসতেও পারেনা। তাছাড়া কলেজের বিভিন্ন প্রজাতির ফলজ গাছ খেয়ে নিয়মিত উজাড় করছে।
http://www.anandalokfoundation.com/