14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ডাকসুর নির্বাচনি প্রচার-প্রচারণা শেষ এখন অপেক্ষা ভোটের

ডেস্ক
September 8, 2025 10:20 am
Link Copied!

নির্বাচন নির্বিঘ্ন করতে এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি শেষের পথে। শেষ সময়ে কেন্দ্রে বুথ নির্মাণের কাজ চলছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট দেবেন প্রায় ৪০ হাজার ভোটার।

দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বচনকে ঘিরে প্রত্যাশাটা এবার একেবারেই অন্যরকম। বিগত যে কোনো সময়ের তুলনায় এবারের ডাকসু নির্বাচনের বৈশিষ্ট্যে ভিন্ন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেকর্ড সংখ্যাক প্রার্থী। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বি ৪৭১ জন। এছাড়া ১৮টি হল সংসদের ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রার্থী ১ হাজার ৩৫ জন। ৮টি কেন্দ্রে হবে নির্বাচন, বুথ সংখ্যা ৮১০, মেয়েদের ৫ হলসহ ১৮টি হলের মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। যার মধ্যে নারী ভোটার প্রায় ১৯ হাজার।

শিক্ষার্থীদের দাবির মুখে এবারই প্রথম ডাকসু নির্বাচনে হলের বাইরে ভোট কেন্দ্র করা হয়েছে। এবার কার্জন হল কেন্দ্রে ভোট দেবেন শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হলের ভোটাররা। টিএসসি কেন্দ্রে ভোট দেবেন শুধু রোকেয়া হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে কুয়েত মৈত্রী ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের ছাত্রীরা। সিনেট ভবনে ভোট দেবেন এফ রহমান, মহসীন ও বিজয় ৭১ হলের শিক্ষার্থীরা। উদয়ন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন সূর্যসেন হল, জিয়া হল, মুজিব হলের ভোটাররা। ভূতত্ত্ব বিভাগে কবি সুফিয়া কামাল হল ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে ভোট দেবেন শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা।

মেয়েদের ৫ হলের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী রোকেয়া হলে, ৫৬৪১জন। সবচেয়ে কম কুয়েত মৈত্রী হলে ২১০৩ জন। আর, ছেলেদের হলগুলোর মধ্যে জগন্নাথ হলে সর্বোচ্চ ২২২২ জন। সবচেয়ে কম সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৪জন।

নির্বাচনের দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন। তবে, শিক্ষার্থীদের সুবিধার জন্য ভোটের দিন সকাল পৌনে ৮টা থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাহবাগ থেকে ৮টি কেন্দ্রে শাটল সার্ভিস চলবে। সোমবার রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭টি প্রবেশ পথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।

 উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ১০৪ বছর আগে। সেই থেকে ১০০ বছরে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র ৩৭ বার। আর স্বাধীন বাংলার ৫৪ বছরে নির্বাচন হয়েছে মাত্র সাতবার।