× Banner

ঠাকুরগাওয়ের ইতিহাস

admin
হালনাগাদ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

ঠাকুরগাও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও একটি ছোট জেলা শহর। পাহাড়, পর্বত সমুদ্র উপকুল বা মরুপ্রান্ত কোনটাই এখানে নেই। জেলার যেদিকে চোখ যায়, বিস্তীর্ন সমতল ভূমি।

বিরাট এলাকা জুরে রয়েছে বাংলাদেশ সীমানা। শত শত বছর আগে বাংলাদেশ ভারত উপমহাদেশের অন্তর্ভুক্ত এই এলাকাগুলোতেই একই সংস্কৃতি নিয়ে গড়ে উঠা জনপদের নমুনা পাওয়া যায়। কেউ গরীব কেউ ধনী । তাই এই জেলার পাওয়া যায় যুগে যুগে গড়ে উঠা মানুষের বসতির বিচিত্র ইতিহাস আর প্রাচীন কৃতি সমূহ। কখনও কালের স্বাক্ষী হিসেবে দারিয়ে আছে অনেক প্রত্ম নিদর্শন। যা এই জেলার গৌরবময় ইতিহাসের স্বাক্ষর বহন করেছে।

শত শত বছর আগে উলঙ্গ অবস্থায় জীবন যাপন করত। তা এখন আর নেই, যুগ পাল্টেছে। কিছু কিছু এলাকায় এখনও গরীব হত দরিদ্র মানুষ চোখে পড়ে যা নিজের চোখে না দেখলে নয়। আমাদের ঠাকুরগাঁওয়ের অনেক লোকের মাঝে একটি লোক চোখে পড়ে। খুব কষ্টে জীবন যাপন করে। তার নাম মোঃ শহীদ, বয়স ৭০, গ্রাম- মুজিব নগর, তার পরিবারে ৫ মেয়ে, তার জীবন খুব কষ্টময়। তার ৫ টি মেয়ের বিয়ে দেওয়া খুব কষ্টকর হয়ে দারিয়েছে, তার সংসার চলে না। সে ঠাকুরগাঁও পৌরসভায় মাষ্টারোলে ছিল ৩৫-৪০ বছর ধরে তার জীবন খুব  কষ্টময়ে চলে যাচ্ছিল। অভাব অনটনের মাঝেও সে তার মাষ্টারোলের পেশা বাদ দেননি। সে কখনও কারো কাছে হাত পাতেন নি। সে নিষ্ঠা ও সৎ চরিত্রের মানুষ। কোন রকমে জীবন যাপন করত।

আল্লাহর রহমতে ঠাকুরগাঁও পৌরসভা চাকুরীটা পরে সরকারী হয়। সে প্রথম মাসের বেতন দিয় একটি ছোট ঘোড়া কেনে। সে লালন পালন করে বড় করে। ঠাকুরগাঁও পৌরসভায় চাকুরী করে সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। চাকুরী করার পরও তার অভাব যাচ্ছে না। সে অনেক ঋণে জর্জরিত, কিন্তু কারো কাছে হাত পাতেননি। কি রোদ, আর কি গরম, কি বৃষ্টি আর কি ঠান্ডা সেই সামনে রেখে তার জীবন চালিয়ে যায় সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পৌরসভায় চাকুরী করে। সে চিন্তা করে আমি কি করব। আমার পাচ ৫ টি মেয়ে সে অনেক কষ্টে বিয়ে দেয়। সে এখন নিঃসঙ্গ। যে বেতন পায় তা দিয়ে সংসার চলে না। প্রথম মাসের যে টাকা দিয়ে ঘোড়াটি কিনে সে ঘোড়া একসময় বড় হয়ে যায়।

সেই ঘোড়া ঠাকুরগাঁও রোড থেকে বড় মাঠ পর্যন্ত পথচারী লোকদের কাছ থেকে ছোট ছোট ছেলে মেয়ে ঘোড়ার পিঠে চরে। ১০ হাত থেকে ২০ হাত নিয়ে যায় সে নেয় ৫ টাকা। এভাবে চলে যায় বড় মাঠ পর্যন্ত। বড় মাঠে সে আরো ২০ থেকে ২৫ টি পাক দেয় ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে সেখান থেকে ৫ টাকা পায় ।  এতে তার মোট দারিয়ে যায় ১০০-১৫০ টাকা পর্যন্ত। তার কোন রকম দিন চলে যায়। আমরা কি পারিনা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তার মুখটি খুব পরিচিত। ছবিতে দেখলে বুঝতে পারবেন। আমরা কি পারিনা সেই লোকটিকে একটু সাহায্য করতে।


এ ক্যটাগরির আরো খবর..