বিশেষ প্রতিবেদক,ঠাকুরগাঁও:
ঠাকুরগাওয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। আটক মাদক ব্যবসায়ীর নাম কুলেশ্বর চন্দ্র সিংহ(৩০)। সে বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছী গ্রামের ডোল মোহন সিংহের পুত্র।
মঙ্গলবার (৩নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছী গ্রামে অভিযান চালায়। এসময় ঐ এলাকার এক আম বাগান থেকে মাদক ব্যাবসায়ী কুলেশ্বরকে ১শ বোতল ফেনসিডিল সহ হাতে নাতে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই আবুল বাসার জানান, দীর্ঘদিন ধরে কুলেশ্বর মাদক ব্যবসার সাথে জড়িত এবং সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে