আব্দুল আওয়াল ঠাকুরগাঁও । ঠাকুরগাঁওয়ে শিক্ষকরা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত উন্নীত বেতন স্কেল বাস্তবায়ন এবং প্রধান শিক্ষকের শূন্যপদে পদোন্নতির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেছে।
আজ সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসকে স্বারকলিপি প্রদান করেন ঠাকুরগাঁও সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি। জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রফুল্ল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ইমাম গাজ্জালি মাসুম, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব প্রমুখ।
এ সময় শিক্ষক নেতারা জানান, অবিলম্বে আমাদের বেতন স্কেল বাস্তবায়ন করা হোক। না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।