14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin
April 21, 2016 1:22 pm
Link Copied!

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরসভার জগন্নাথপুর বাঙ্গালীপাড়া এলাকার আশরাফুল আলম নামের এক ব্যাক্তির জোর পূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই ভুক্তভোগি পরিবার।

রবিবার সকালে ঠাকুরগাঁওয়ের একটি রেস্তরায় এ সংবাদ  সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ভুক্তভোগি আশরাফুল আলম লিখিত বক্তব্যে জানান, এসএ রেকর্ডীয় মালিক দবিরুল নেছা বিবির নিকট গত ২৩ শে এপ্রিল ১৩৬৫ সালে ১০০৭ নং খোষ কবলা দলিল মূলে করিদ করিয়া ভোগদখলীকার থাকা অবস্থায় আমার মা আয়শা খাতুন কে ১৯৭০ ইং সালে অছিয়ত নামা মূলে হস্তান্তর করেন। অতপর আমার মা আয়শা খাতুন সরকার বাহাদুরকে খাজনা আদায়ের লক্ষে নিজ নামে খারিজ করেন। যাহার খারিছ খতিয়ান নং-৪৪০, অতপর আমার বাবা, মা বৃদ্ধ হওয়ার কারনে তাদের সম্পত্তি আমি ও আমার ভাই বোনদের নামে লিখে দেয়। হেবা দান পত্র করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করিলে গত ১৫ জানুয়ারি ২০১২ ইং সালে ১১৫২৪,১১৫২৫,১১৫২৬ নং হেবা নামা দলিল মুলে হস্তান্তর করেন। বর্তমানে আমরা নিজ নিজ নামে খারিজ করে ভোগদখল করে আসছি। খারিজ নং-৬৩৯৮, ৬৭৫৪, ৬৭৫৩।

লতিুফুর রহমান ও একটি কুচক্রি মহল কথিত মালিক সেজে আমাদের ভোগদখলকৃত জমি বিভিন্ন মানুষের কাছে বিক্রয় করছে। এরই প্রেক্ষিতে আমরা ঠাকুরগাঁও জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করি।

মামলা করার পর থেকে ভুমিদস্যুরা আমাদেরকে প্রান নাশের হুমকি সহ যে কোন সময় জবরদখল করার জন্য বদ্ধ পরিকর। এ বিষয়ে থানায় অভিযোগ করলেও আমরা তার প্রতিকার পাই নাই। তাই আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্্র মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন

http://www.anandalokfoundation.com/