14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পিআইডি
August 5, 2025 2:34 pm
Link Copied!

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় আজ (০৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার) জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

দূতাবাসের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত জুলাইয়ের চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রদূত দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বৈধ পথে আরও বেশি করে রেমিটেন্স  প্রেরণের জন্য রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আহ্বান জানান।

উন্মুক্ত আলোচনা পর্বে জুলাই গণঅভ্যুত্থানে সশরীরে অংশগ্রহণকারীসহ জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিশেষ গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/