অলক দাস ॥ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কান্দিলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুপুরে ঢাকাগামী একটি যাত্রীশুন্য বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী সিমেন্ট ও যাত্রী বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ডোবায় পরে যায়।
নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার চাকলমোয়া গ্রামের বদি দাশের জগ দাশ (৪০), জগ দাশের স্ত্রী নন্দ রাণী দাশ (৩৩), তাদের মেয়ে রঞ্জনা রাণী দাশ (১০) ও একই উপজেলার চাকলমা গ্রামের পপি দাশের স্ত্রী বিড়বালা রাণী দাশ (৪০)।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি সিমেন্ট ভর্তি ট্রাকের উপর ৩০ যাত্রী বহন করছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আশা পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ওই পাঁচজনের মৃত্যু হয়। এতে আরো অন্তত ২০ জন আহত হয়। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর মহাসড়কে অন্তত এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় রাস্তার দুপাশে অন্তত ৪০ কিমি যানজট দেখা দেয়। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।