মাদারীপুরের ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা কবির মিয়ার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। পদে পদে ঘুষ-দুর্নীতির কারণে এখানে অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। এতে করে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা।
গত কয়েক দিন বালীগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে ঘুরে জমির মালিক ও সেবা প্রার্থীদের কাছ থেকে ঘুস, দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন ধরণের অভিযাগ পাওয়া গেছে। ভুক্তভোগীদর অভিযাগ, নাম প্রস্তাব (নামজারি), মিস মামলা, খাজনা দাখিলা থেকে শুরু কর সব কিছুতই এখানে ঘুস লেনদেন হয়।অফিসে কর্মকর্তা-কর্মচারীদের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসা সেবাপ্রার্থীদের অনেকটা প্রকাশ্যেই ঘুসের অঙ্ক নির্ধারণ করে দিছেন। ঘুস ছাড়া প্রায় কোন কাজই হচ্ছে না সেখানে।
ভুক্তভোগীরা বলেন, অফিস নিয়ম প্রত্যেক ধাপে ঘুস না দিলে ফাইল ছাড়ে না। ঘুস লেনদেনে সহযোগিতা করেন রফিকুল ইসলাম নামে এক দালাল। তিনি আগে ইউনিয়ন ভূমি অফিসের ভিতরেই বসতো। বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হলে সম্প্রতি তিনি পাশেই একটি কম্পিউটারের দোকানে বসেন।
জানা গেছে, ২০২১ সালের ১০ আক্টোবর কবির মিয়া বালীগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ভুক্তভোগীরা বলছেন, অনলাইনে আবেদনের মাধ্যমে বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। অনলাইন আবদনের পর আবার মূল কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যোগাযোগ করতে হয়। তখন টাকা না দিলে অনলাইন ঝুলে থাকে ফাইল। একটি নামজারিতে চুক্তি করলে কমপক্ষে ৫ হাজার টাকা লাগে। এটা কোন কোন ক্ষেত্রে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত উঠে যায়। এছাড়াও কোন তথ্য জানতে গেলে বা কাগজ দখতে গেলে ২শ থেকে ৫ শত টাকা পর্যন্ত দিতে হয়। তাদের কাছে কাজ আসলে বাদী -বিবাদী দুজনেরই কাছ থেকেই টাকা নেয় তহসিলদার। যে বেশী টাকা দেয় তার পক্ষে যায় তদন্ত রিপোর্ট। তদবিরের ক্ষেত্রে চুক্তি করলে তা ১০ হাজার টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকার উপরেও চলে যায়।
সরজমিনে গিয়ে দেখাগেছ, ভূমি অফিসেও লোকজনের ভীড়। ভূমি অফিসের সামনে দুটি কম্পিউটারের দোকান। এই দাকোন থেকে অন-লাইনে ভূমি সংক্রান্ত বিভিন্ন আবেদন করছে ভূমি অফিসের সেবা গ্রহণকারীরা। এই দুই দোকান মালিকসহ অফিসের কর্মচারীরা দালাল হিসাবে কাজ করে বলেও অভিযাগ আছে। এই দোকানের কর্মচারি রফিক, তহসিলদার কবির মিয়ার গ্রামের লোক। অভিযাগ রয়েছে, রফিককে সেখান থেকে দালালী করার জন্যই তহসিলদার নিজ নিয়ে আসে এই ভূমি অফিসে।
লাল মিয়া হাওলাদার নামের এক প্রতিবন্ধি বয়স্ক মানুষ তার জমির নামজারি করতে আসন। তার কাছ থেকে দাবি করা হয় ৫ হাজার টাকা। সে কোন মতে ৪ হাজার টাকা তহসিলদারের হাতে তুল দেয়। প্রতিবন্ধি বৃদ্ধ লাল মিয়া হাওলাদার বলেন, আমি গরিব মানুষ। অনেক কষ্টে এই ৪ হাজার টাকা জোগার করে এনেছিলাম। তাতে সে রাজি হয় নি। আমি চার হাজার টাকা তাকে দিয়েছি।
ভূমি অফিসের অফিস সহায়ক দেলায়ার হোসেন জানান, রফিক আগে ভূমি অফিসের ভিতরেই বসতা। কয়েক মাস আগে এখন থেকে তাকে বের করে দেয়া হয়। এখন তিনি পাশের একটি কম্পিউটারের দোকানে অন লাইনে কাজ করেন। তবে এসব অনিয়ম দুরর্ণীতির অভিযাগ অস্বীকার করছেন বালীগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কবির মিয়া। তিনি দাবী করন তিনি কান অনিয়মের সাথে জড়িত নন।
ডাসার উপজলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিন বলেন, বিভিন্ন সময় তার বিরুদ্ধে একাধিক অভিযাগ এসেছে। অভিযুক্ত তহশীলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।