× Banner
সর্বশেষ
দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা শশী কাপুর ও তার পরিবার এ বছর দুর্গা পূজা যেভাবে হচ্ছে

টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া

SDutta
হালনাগাদ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্ক: সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে খেলছেন না, সূর্য কেন তা ব্যাখ্যা করেন।

অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৫ ফাইনালে খেলছেন না। অধিনায়ক সূর্যকুমার যাদব টসের পর এর কারণ ব্যাখ্যা করেন। উল্লেখ্য, শেষ সুপার-৪ ম্যাচের প্রথম ওভারেই সূর্য আউট হয়েছিলেন এবং ফিরে আসেননি। টুর্নামেন্টের কোনও ম্যাচে না খেলা রিঙ্কু সিংকে ফাইনালে সুযোগ দেওয়া হয়েছে।

এশিয়া কাপ ২০২৫ ফাইনালে সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। টসে তিনি বলেন, “আমরা প্রথমে বোলিং করতে চাই। মনে হচ্ছে উইকেটটা ভালো। আলোতে উইকেট আরও ভালো হয়ে ওঠে। আমরা ভালো ব্যাটিং করছি, কিন্তু আজ আমরা লক্ষ্য তাড়া করতে চাই। গ্রাউন্ডসম্যানরা এখানে উইকেট নিয়ে ভালো কাজ করেছে, এবং সেটা অব্যাহত থাকবে। গত ৫-৬ ম্যাচে আমরা যে ধরণের ক্রিকেট খেলছি তা খুবই ভালো ছিল, এবং আমরা সেটাই চালিয়ে যেতে চাই।”

হার্দিক পান্ডিয়া কেন এশিয়া কাপের ফাইনালে খেলছে না?

হার্দিক পান্ডিয়া সম্পর্কে সূর্য বলেন, “দুর্ভাগ্যবশত, চোটের কারণে হার্দিক বাইরে। অর্শদীপ এবং হর্ষিতও খেলছেন না। জসপ্রিত বুমরাহ, শিবম দুবে এবং রিঙ্কুকে দলে রাখা হয়েছে।”

ভারতের প্লেয়িং ১১
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।


এ ক্যটাগরির আরো খবর..