আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥ ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনে নৌকা প্রতিকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজীম আনার বলেছেন, ‘সাধারন মানুষ তাকে যেভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাতে আমি কৃতজ্ঞ। তাদের প্রতিদানের কথা স্বরন করেই আজ আমার অনেক দায়িত্ব বেড়ে গেছে। তার নির্বাচনীয় এলাকার স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট উন্নয়ন সহ তরুণ সমাজকে এগিয়ে নিতে অগ্রাধিকার দেওয়া হবে। তাই দেশের উন্নয়নে সবাইকে সাথে নিয়েই তিনি তার নির্বাচনীয় এলাকায় কাজ করতে চান।
সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার থেকে আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মী সমর্থক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে বিজয়ের ফুলেল শুভেচ্ছা জানাতে আসলে উপরোক্ত কথাগুলি বলেন নৌকার মাঝি এমপি আনার।
এরপর সকাল ৮ টার পরই জনতাকে শুভেচ্ছা জানাতে বেরিয়ে পড়েন বিভিন্ন ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে। উপজেলার ৭/৮ টি ইউনিয়ন ঘুরে শুভেচ্ছা বিনিময়কালে বিকালে উপজেলার রাখালগাছি ইউনিয়নে আওয়ামীলীগের নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হয়।
এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক সংসদ আব্দুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম জাহাঙ্গীর সিদ্দিকি ঠান্ডু, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, ভাইচ-চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইচ-চেয়ারম্যান ও সদ্য আ’লীগে যোগদান কারী শাহানাজ পারভীন, আ’লীগ নেতা ফরিদ উদ্দীন, আ’লীগ নেতা গোলাম রসুল, যুবলীগ নেতা ইমদাদুল হক সোহাগ, মহাজটের শরিক জাতীয় পাটির কালীগঞ্জ থানার সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম বাচ্চু প্রমূখ।
সারাদিন শুভেচ্ছা বিনিময় শেষে সন্ধায় ফিরে আসেন তার ভ’ষনস্কুল রোডস্থ দলীয় কার্সালয়ে। সেখানে হাজার হাজার দলীয় নেতা কর্মী সমর্থকেরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।