× Banner
সর্বশেষ
আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু

ঝিনাইদহ-৪ আসনে আওয়ামীলীগের ১১ ও বিএনপি’র-৬ জনের মনোনয়ন সংগ্রহ

admin
হালনাগাদ: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসন থেকে আওয়ামীলীগের ১১ ও বিএনপি’র ৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

এরা হলেন আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, কেন্দ্রীয় বাস্তহারালীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বাবু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান মতি, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রশান্ত কুমার খাঁ, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম তপু , আ’লীগ নেতা শরিফুল ইসলাম মিন্টু। ও শেখ হারুন।

অন্যদিকে মঙ্গলবার পর্ষন্ত বিএনপির দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ শহীদুজ্জামান বেল্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা একেএম হারুন অর রশিদ মোল্লা, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক বিএম নাজিম মাহমুদ।


এ ক্যটাগরির আরো খবর..