13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে মীনা দিবস পালিত

admin
September 24, 2019 4:28 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: ‘মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মীনা দিবস পালিত হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শুধাংশু শেখর বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল, শিমুল রানা, শাজাহান রহমান, হামিদুল ইসলাম, ফেরদৌস আরা, সুশান্ত কুমার মন্ডল, হাসান মাসুদ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

http://www.anandalokfoundation.com/