ঝিনাইদহ প্রতিনিধি॥ ১১ সেপ্টেম্বর’২০১৬ঃ ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মামুন আলম নামের এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছে।
আজ রবিবার বিকেল ৪ টার দিকে সদর উপজেলার খড়িখালী পেট্রোল পাম্পের নিকটে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অপর ট্রাকের ড্রাইভারও গুরুতরভাবে আহত হয়। তার নাম পরিচয় পাওয়া যায়নি। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, মেহেরপুর জেলা থেকে সবজী বোঝায় একটি ট্রাক কালীগঞ্জের দিকে আসাছিল। এ সময় বিপরীত দিক থেকে যাওয়া অপর একটি ট্রাক উক্ত স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি ট্রাকের মুখোমুখো সংঘর্ষ হয়। এতে চুয়াডাঙ্গা ড ১১-০০৫৫ নাম্বার ট্রাকের ড্রাইভার মামুন আলম ঘটনাস্থলে নিহত হয়। তার বাড়ি মেহেরপুর জেলার হাসানাবাদ গ্রামে। আহত অপর ট্রাকের ড্রাইভারের নাম পরিচয় পাওয়া যায়নি।
ঝিনাইদহ ট্রাফিক পুলিশের সার্জেন্ট নাজমূল হাসান জানান, দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মামুন আলম নামের একজন ট্রাক ড্রাইভার নিহত হয়েছে। এ সময় অপর ট্রাকের ড্রাইভারও গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।