13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

admin
September 3, 2016 2:54 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩ সেপ্টেম্বর’২০১৬ঃ ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হয় এ অনুষ্ঠান। সাড়ে ৮ টার দিকে শহরের কাঞ্চননগর মডেল স্কুল এ্যান্ড কলেজে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রদীপ কুমার, শিক্ষক দেলোয়ার হোসেন, কৃপা সিন্ধু বিশ্বাস, শামছুল হক, জাহিদুল ইসলাম, শিক্ষার্থী মাহমুদুর রহমান ও খায়রুন নাহার লাম। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আশরাফুল ইসলাম। সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সরকারী বালিকা বিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেসময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, স্কুলের প্রধান শিক্ষক আফরোজা হক, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, পরিবেশবিদ মাসুদ আহমেদ সঞ্জু। একই সময় পৌর মডেল স্কুল এন্ড কলেজে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষক অজিৎ কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ আলহাজ সাইদুল করিম মিন্টু। অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক আলামিন, মনিরুজ্জামান, মাহবুবুর রহমান, দিন মোহাম্মদ, নায়েব আলী প্রমুখ। অনুষ্ঠানে পরিচালনা করেন শিক্ষক সাইফুল ইসলাম। সকাল ১১ টার দিকে ঝিনাইদহ পুলিশ লাইনস মডেল স্কুলে সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নব কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস) প্রত্যুষ কুমার মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক আজগর আলী, জজকোর্টের আইনজীবি তাসলিমা খাতুন, পুলিশ লাইনস জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম, রাইতুল আমান জামে মসজিদের ইমাম আজিজুল হক, অভিভাবক এনামুল হক রোকন, মিজানুর রহমান, মনিরুল ইসলাম, শিক্ষার্থী শারমিন আক্তার ও চয়ন ইসলাম। একই সময় ঝিনাইদহ সরকারী নুরুন্নাহার মহিলা কলেজে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির আয়োজনে সমাবেশে কলেজ অধ্যক্ষ অজয় কুমার বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ পরিমল কুমার বিশ্বাস, শিক্ষক পরিষদের সম্পাদক কবুয়াত আলী বিশ্বাস, সহযোগী অধ্যাপক আক্তারুজ্জামান শেখ, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রুহুল আমিন, প্রভাষক পলি পারভীন প্রমুখ।
অপরদিকে হরিণাকুন্ডু উপজেলার দখলপুর সিদ্দিকীয় ফাযিল মাদ্রাসায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য, মাদ্রাসা সুপার, শিক্ষক, শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনা বৃদ্ধির সাথে সাথে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হাওয়ার আহ্বান জানান।

এছাড়া জেলার ৫ উপজেলার বিভিন্ন স্কুল কলেজে অনুরুপ কর্মসূচি পালিত হয়।

http://www.anandalokfoundation.com/