× Banner
সর্বশেষ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

জ্বীনের বাদশার প্রতারনার স্বীকার সাধারন মানুষ

admin
হালনাগাদ: বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

মো. আমির সোহেল, কালকিনি প্রতিনিধিঃ  মাদারীপুরের কালকিনি উপজেলাসহ দেশের বিভিন্নস্থানে গ্রামের সহজ সড়ল মানুষের সাথে জ্বীনের বাদশা সেজে দিনের পর দিন প্রতারনা করে আসছেন প্রতারক  যুবক মো. আলম। সে ঝাড় ফুক ও পানি পড়া দিয়ে মানুষের রোগ বালাই ভালো করে দেওয়ার কথা বলে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ। তার ফতোয়া বাজির ভয়ে মানুষ নিরুপায় হয়ে গ্রামের নিরহ মহিলারা বাধ্য হয়ে স্বইচ্ছায় দিয়ে দিচ্ছে নগদ অর্থসহ ঘড়ের মালামাল।

বিভিন্ন এলাকার ঘুরে জানা গেছে, পরিচয় গোপন করে প্রতারক জ্বীনের বাদশা মো. আলমের নেতৃত্বে ৪/৫ জন যুবক তাদের গায়ে পড়া থাকে পাঞ্জামী হাতে তোফবি এবং সাথে কয়েকটি কালো কাপড়ের ব্যাগ। তারা কৌশল করে বিভিন্ন ফ্লেক্সিলোডের দোকান থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে প্রথমে তারা ঐ নাম্বারে  জ্বীনের বাদশা সেজে যে ফোন করে। যে নাম্বার থেকে ফোন করা হয় ০১৭৪৪৪৬৫০৩৩। ফোন করে যদি সহজ সরল মহিলাদের পেলেই রোগবালাই এবং বিপদ আপদ দূর করার কথা বলে ফতোয়া দেয়। সুবিধামত হলে বাড়িতে গিয়ে ঝাড় ফুক ও তাবিজ দেয়। বিনিময় হাতিয়ে নেয় মোটা অংকের টাকা ও নাদিলে ক্ষতি হবে। কেউ চিকিৎসা না নিতে চাইলে পাগল বানিয়ে ফেলার এবং মেড়ে ফেলোর ভয় দেখানো হয়। এ আতংকে অনেকে ভয়ে দিশে হাড়া হয়ে নগদ টাকা না থাকলে দিয়ে দেন ব্যবহারকৃত স্বর্ণালকার। অনেক সময় পানি পড়া দিয়ে ঘড়ের সবাইকে অজ্ঞান করে লুফে নেন ঘড়ের মালামল। পরে চিকিৎসায় কোন কাজ না হলে তাদের কাছে ফোন দিলে খারাপ আচারন করে।

ভুক্তভোগীদের কথা বলে, ভুক্তভোগী হেনা বেগম, ঝড়না আক্তার ও জরিনা খতুনসহ বেশ কয়েকজন করে বলেন, আমাদের মোবাইল নাম্বার সংগ্রহ করে ফোনে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে রোগবালাই ভালো করে দেওয়ার কথা বলে আমগো কাছ থেকে টাকা পয়সায় নিয়ে গেছে প্রতারক আলম।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা বলেন, এ বিষয়টি শুনেছি, এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..