13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বাংলাদেশ গ্যালারি নির্মাণ করা হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

Rai Kishori
May 3, 2019 9:01 pm
Link Copied!

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ভারতের কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রবীন্দ্র স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান যা বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অবিচ্ছেদ্য অংশ। সেখানে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য চীন, জাপানসহ বিভিন্ন দেশের গ্যালারি রয়েছে। দেরিতে হলেও সেখানে বাংলাদেশ গ্যালারির নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করছে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ ইভেন্টস্ ও আর্কাইভ ৭১ আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালনের নানা তথ্য, ছবি, আর স্মৃতিকথার গবেষণা আখ্যানের প্রদর্শনী- ‘কবির জন্মদিন’ -এর উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ বাঙালি জাতির সাংস্কৃতিক চেতনার অন্যতম প্রাণপুরুষ। তিনি বলেন, দেশে রবীন্দ্র চর্চা প্রসার ও বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় একটি রবীন্দ্র গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে, যার ডিজাইন প্রায় চূড়ান্ত করা হয়েছে। চলতি বছরের শেষের দিকে এর নির্মাণ কাজ শুরু করা হবে। প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় নজরুল ইনস্টিটিউটের নতুন ভবনের নকশা চূড়ান্ত করা হয়েছে এর নির্মাণ কাজও খুব শীঘ্রই শুরু হবে।

বাংলাদেশ ইভেন্টস্ এর উপদেষ্টা সুভাষ সিংহ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও এটিএন নিউজ এর প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা। স্বাগত বক্তৃতা করেন আর্কাইভ ৭১ এর পরিচালক প্রণব সাহা অপু।

http://www.anandalokfoundation.com/