14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে বিএনপির নানা কর্মসূচি

admin
January 18, 2016 11:18 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আজ সোমবার দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

গতকাল রবিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দুপুর ২টায় রাজধানীর রমনার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেবেন।

আগামী ১৯ জানুয়ারি (মঙ্গলবার) জিয়াউর রহমানের জন্মদিন। এদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন।

একই সঙ্গে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে এসব কর্মসূচিতে অংশ নেয়ার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।

http://www.anandalokfoundation.com/