× Banner
সর্বশেষ
বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারাস নেটওয়ার্কের পুর্নগঠন সভা অনুষ্ঠিত ঝিনাইদহে অন্তঃসত্ত¡া নারীকে ধর্ষণের চেষ্টা, হামলায় গর্ভপাত ঝনাইদহে তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও উপদেষ্টা পাঠকের হৃদয়ে মুক্তিযুদ্ধ’ শিরোনামে বিজয়ের মাস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থপাঠ অনুষ্ঠিত মাঠের খেলায়ও পাকিস্তানকে কোনো পাত্তা দেয়নি ভারতের যুবারা বেনাপোল চেকপোস্ট কাস্টমসে দুই ভারতীয় নারীর কাছ থেকে ১৭ লাখ টাকা জব্দ নবীগঞ্জের আদিত্যপুরের শ্যামল চক্রবর্তী আয়োজনে ষোল প্রহব্যাপী সংকীর্তনে ব্যাপক ভক্ত সমাগম  ফরিদপুরে হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক

জামাতিরা হাসপাতালে উলঙ্গ হয়ে ঘুরছেন নার্সদের সাথে অশালীন অঙ্গভঙ্গীও

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
জামাত

দিল্লির নিজামুদ্দিনের তাবলিগ জামাত থেকে কোরায়েরনটাইনে পাঠানো কিছু ব্যক্তি হাসপাতালের ভিতরে নার্সদের সামনে উলঙ্গ হয়ে ঘুরছেন। অশালীন অঙ্গভঙ্গী করছেন নার্সদের দেখলে। আবারো এমনটা অভিযোগ হাসপাতালের কর্মীদের। জামাতিরা হাসপাতালে উলঙ্গ হয়ে ঘুরছেন নার্সদের সাথে অশালীন অঙ্গভঙ্গীও

দিল্লি লাগোয়া গাজিয়াবাদের যে হাসপাতালে তাদের কোয়ারেনটাইনে রাখা হয়েছে সেখানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন তারা। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা এর আগে বুধবার  হাসপাতালে চিকিৎসকদের থুতু ছুঁড়েছিল।

গাজিয়াবাদের CMOH স্থানীয় পুলিশকে এক চিঠিতে এমনই সব অভিযোগ জানিয়েছেন। তিনি লিখেছেন, তাবলিগ জামাত থেকে যাদের কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে তারা হাসপাতালের কর্মীদের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করছেন। যা নিয়ে তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন হাসপাতালের কর্মীরা।

চিঠিতে CMOH তিনি লিখেছেন, ‘তাবলিগ জামাত থেকে যাদের কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে তারা হাসপাতালে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আশালীন গান গাইছেন তারা।’ এমনকী হাসপাতালের কর্মীদের কাছে তারা সিগারেট চাইছেন। নার্সদের দেখে ওই ব্যক্তিরা অশালীন অঙ্গভঙ্গি করছেন বলেও জানিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..