× Banner
সর্বশেষ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

জাপানে মিলবে প্রশিক্ষণ, দেবে ভাতা-মূলধন

admin
হালনাগাদ: সোমবার, ১৩ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদক : দক্ষ কর্মী ও উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশকে সহায়তা করবে জাপান।

রোববার দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জাপানের ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের-আইএম মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এতে সই করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও আইএমের এক্সিকিউটিভ চেয়ারম্যান কিউই ইয়ানাগিসাওয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই চুক্তিরআওতায় অন্তত এইচএসসি পাস করা শিক্ষার্থীরা টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে যাওয়ার সুযোগ পাবেন। এর আগে ২০১৫ সালে একই বিষয়ে করা চুক্তিতে ইটার্নদের প্রশিক্ষণের মেয়াদ তিন বছর থাকলেও নতুন চুক্তিতে তা পাঁচ বছর করা হয়েছে।

প্রশিক্ষণের সময় ভাতাসহ দেশে ফিরে আসার সময় ব্যবসা করার জন্য জাপান সরকারের পক্ষ থেকে পুঁজিও দেওয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।

প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, এ চুক্তির আওতায় জাপানের প্রয়োজন অনুযায়ী কর্মী পাঠানো হবে। জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে এ বছর কর্মী পাঠানো হবে। শুরুতেই বাংলাদেশ থেকে কিছু কর্মী জাপানে যাচ্ছে। তিনি বলেন, ম্যানুফ্যাকচারিং, নির্মাণসহ কয়েকটি খাতে কর্মী নেবে জাপান।

ম্যানুফ্যাকচারিং খাতের ১৩৩টি ট্রেডের আওতায় চাহিদা অনুযায়ী সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মী পাঠানো হবে।

মন্ত্রী বলেন, ‘জাপানে বর্তমানে প্রায় ১২ হাজার বাংলাদেশি কর্মী রয়েছে। চাকরির নিরাপত্তা ও বেতনকে আমরা প্রাধান্য দিচ্ছি। একজন কারিগরি প্রশিক্ষণার্থী কর্মী ১১০০-১২০০ ডলার বেতন পাবেন।’

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণসচিব শামছুন্নাহার, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, আজহারুল হক, প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..