13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদের ২২তম অধিবেশনে পাস হওয়া ১১টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

admin
October 1, 2018 9:39 pm
Link Copied!

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে পাস হওয়া ১১টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন। আজ সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

রাষ্ট্রপতির সম্মতি দেয়া বিলগুলো হচ্ছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল, ২০১৮, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮, বস্ত্র বিল, ২০১৮,সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৮,যৌতুক নিরোধ বিল, ২০১৮, সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল, ২০১৮, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি বিল, ২০১৮, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল, ২০১৮, কৃষি বিপণন বিল, ২০১৮ এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮।

এছাড়া দশম সংসদে পাস হওয়া আরও যে বিলগুলো রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায় আছে সেগুলো হলো- ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮, সড়ক পরিবহন বিল-২০১৮, আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এর অধীন কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদ মাস্ট্রার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান (কওমী মাদ্রাসা) বিল-২০১৮, জাতীয় ক্রীড়া পরিষদ বিল-২০১৮, পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়াত্ব শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরি শর্তাবলী) বিল ২০১৮, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮ এবং কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্ট বিল-২০১৮ পাশ হয়।

http://www.anandalokfoundation.com/