ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেছেন, জনগণের দোরগোড়ায় ডাক বিভাগের সেবা পৌঁছে দিতে নতুন প্রজন্মের কর্মকর্তাদের যুগোপযোগী দক্ষতা অর্জন অপরিহার্য।
তিনি নবনিয়োগপ্রাপ্ত উপজেলা পোস্টমাস্টারগণকে ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান জাআজ রাজশাহী পোস্টাল একাডেমিতে নবনিয়োগপ্রাপ্ত উপজেলা পোস্টমাস্টারগণের ইনডাকশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সচিব এসব কথা বলেন।
সচিব নবনিযুক্ত পোস্টমাস্টারদের পেশাগত সততা, দায়িত্ববোধ ও আধুনিক সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
রাজশাহী পোস্টাল একাডেমির অধ্যক্ষ কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের কমিশনার খোন্দকার আজিম আহমেদ এবং জেলাপ্রশাসক আফিয়া আখতার।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।