× Banner
সর্বশেষ
ভারত আবারও জাতিসংঘের মঞ্চে পাকিস্তানকে উন্মোচিত করল সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়শঙ্কর আমেরিকার সঙ্গে নয়, চীনের সাথে কৌশলগত সম্পর্ক পাকিস্তানের: খাজা আসিফ নড়াইলে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে খাল-বিলসহ বিভিন্ন জলাশয় থেকে অবাধে শামুক-ঝিনুক আহরণ প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -প্রধান উপদেষ্টা আজ ২৮ সেপ্টেম্বর (১১ আশ্বিন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পর্যটনের মূল উদ্দেশ্য পারিবারিক আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া- বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিল শ্রমিকদল ও যুবদল নেতা

পিআইডি

জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এক এবং অভিন্ন উদ্দেশ্যে নদী রক্ষা করতে হবে -পানি সম্পদ উপদেষ্টা

অনলাইন ডেক্স
হালনাগাদ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
পান্থপথে নদী ভবনে পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এক এবং অভিন্ন উদ্দেশ্যে নদী রক্ষা করতে হবে। নদী আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে অঙ্গাঙ্গিভাবে মিশে আছে। আমাদের নিজের স্বার্থে নদী রক্ষা করতে হবে।

উপদেষ্টা আজ বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে রাজধানীর পান্থপথে নদী ভবনে পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের নদী নিয়ে নানা মতভেদ রয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে চলতি বছর পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন এবং স্থানীয় নদী কর্মীসহ সকলের সহযোগিতায় নদীর তালিকা করা হয়েছে। বর্তমানে দেশে ১ হাজার ৪১৫টি নদী রয়েছে। সুন্দরবন এবং পাহাড়ি এলাকার নদী নিয়ে গবেষণা করবে যৌথ নদী কমিশন। যে নদীগুলো বাদ পড়েছে যাচাই করে সেগুলোকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। কিছু নদী আছে সংকটাপন্ন ও আন্তঃসীমান্ত। তিস্তা এবং গঙ্গা নিয়ে বৃহৎ পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে সরকার।

সৈয়দা রিজওয়ানা বলেন, সেন্টমার্টিন আমাদের জাতীয় সম্পদ, এটি বাঁচলে পর্যটন বাঁচবে। সেন্টমার্টিনে পর্যটন বন্ধ না করে প্রকৃতি, পরিবেশ এবং জীববৈচিত্র রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ করা হয়েছে।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: এনায়েত উল্ল্যাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ নদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মনির হোসেন।

এবছর তিনটি ক্যাটাগরিতে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পেয়েছে গবেষণায় হালদা রিচার্স ল্যাবের প্রফেসর ড. মো: মনজুরুল কিবরিয়া, সাংবাদিকতায় দৈনিক সময়কালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান, সংগঠন ক্যাটাগরিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।


এ ক্যটাগরির আরো খবর..