সমন্বয়ক সার্জিস আলম চট্টগ্রামে “জঙ্গি ইসকনকে দেশ ছাড়া করা আমাদের কাছে হাতের ময়লা” বলার পর সারাদেশে জোর করে বন্ধ করে দেয়া হচ্ছে ইসকনের মন্দির। বাংলাদেশের শিবচরে ইসকনের এক মন্দিরে মৌলবাদীরা মন্দিরের সাইনবোর্ড খুলে মন্দিরটি বন্ধ করে দেয়। তারপর শিবচরের বহু হিন্দু বাড়িতে আগুন দোকান লুটপাট এবং হামলার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ইসকন কলকাতার মুখপাত্র ভাইস-প্রেসিডেন্ট রাধারমণ দাস জানান, শিবচরে ইসকন মন্দিরে হামলার পর সেনাবাহিনী এসে মন্দিরের ভক্তদের তুলে নিয়ে গিয়েছে।সেখানকার অবস্থা থমথমে।
এদিকে ঢাকা হাইকোর্টের এক নির্দেশে ইসকনকে নিষিদ্ধ করার এক আবেদন বিচারপতিরা নাকোজ করে দিয়েছেন। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের পর থেকেই সারাদেশ উত্তাল হয়ে পড়েছে। কারণ চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশের হিন্দুদের মুখ হয়ে উঠেছিলেন। ৪৭এর দেশভাগের পর হিন্দুদের উপর হত্যা নির্যাতন ধর্মান্তকরন বাড়িঘর জায়গাজমি দখল দেশত্যাগে বাধ্য করা ছিলো নিত্যনৈমিত্তিক ঘটনা। এরকোন প্রতিকার আজ পর্যন্ত কেউ করেনি। ফলে নিরবে দেশত্যাগ ছিলো একমাত্র সমাধান।
কিন্তু চট্টগ্রামের হাঠহাজারী পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ থেকে হিন্দুদের অস্তিত্ব বিলোপের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি বাংলাদেশের হিন্দুদের বুঝাতে সক্ষম হয়েছেন যে এই ভূমির উত্তরাধিকার হিন্দুদের।কেন আমরা দেশ ছাড়বো। তিনি সনাতনীদের উদাত্তকন্ঠে আহ্বান জানান, যারা দুর্বলতা লালন করে তারা সাধু হতে পারেনা। যারা সাধু নয় তারা আর্যপুত্র হতে পারেনা।যারা আর্যপুত্র নয় তারা বেদের অনুগামী হতে পারেনা। সুতরাং যারা বেদের অনুগামী যারা সনাতনী তারা সর্বদাই সাহসী। কারণ যারা বেদের অনুগামী মাভৈ তাদের কোন ভয় নেই মৃত্যু নেই।
আত্মাকে ছেদন করা যায়না পোড়ানো যায়না শুকানো যায়না তাকে জলে ডুবানো যায়না। সেই অবিনাশী আত্মা হচ্ছে আমার আপনার স্বরূপ। প্রতিটি সনাতনী অমৃতের সন্তান শৃন্বন্তু বিশ্ব অমৃতস্য পুত্রা:। অনেকে তো একবার মরে আর আমরা বারংবার জন্মগ্রহণ করি।আমাদের মৃত্যু হয়না। সুতরাং যাদের মৃত্যু নেই তারা কেন ভীত হবে? যারা ভীত হবে তারা অমৃতের পুত্র নয়। যারা ভীতু যারা কাপুরষ তারা বঙ্গ জননী সুদেষ্ণার পুত্র হতে পারেনা। এই বঙ্গভূমি বলি মহারাজের পত্নী সুদেষ্ণার চার পুত্রের অন্যতম তৃতীয় পুত্র বঙ্গের নামানুসারে এই বঙ্গের উত্তরাধিকার হচ্ছি আমরা হিন্দুরা।
আমরা এই ভূমির ভূমিপুত্র। আমরা উড়ে আসিনি। আমরা মুঘল নই আমরা বৃটিশ নই আমরা ওলন্দাজ নই আমরা পর্তুগিজ নই আমরা উপনিবেশিক নই। আমরা এই ভূমির ভূমি সন্তান। আমাদেরকে উৎখাত করার চিন্তা করবেন না।
প্রভুর এই কথাগুলো বাংলাদেশের মৌলবাদী মুসলমানদের মর্মে বিধেছে। তারা ভুলে গিয়েছে কয়েক পুরুষ আগে তারাও হিন্দু ছিলো তারও আগে ভারত উপমহাদেশের সবাই সনাতন ধর্মাবলম্বী ছিলেন। সেই কথা চিন্ময় প্রভু মুমিন ভাইদের মনে করিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। তাই তাকে বরন করতে হয়েছে কারাবাস।
হিন্দুদের অস্তিত্বের প্রশ্নে সারা বাংলাদেশের হিন্দুরা আজ ঐক্যবদ্ধ। তাই তারা ভয় পেয়ে মুঘলদের মতো আচরণ করছে। কিন্তু এই অমানিশার অন্ধকার কেটে আবার পুবাকাশে সোনালি সূর্যদেবের উদয় হবে।