× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

আঞ্চলিক প্রতিনিধি

ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণে অন্তঃসত্তার অভিযোগে মামলা দায়ের

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
ছাত্রদল নেতার বিরুদ্ধে

বিয়ের প্রলোভনে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। একপর্যায়ে ওই গৃহবধূ অন্তঃসত্ত¡া হয়ে পরেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বরিশালের মুলাদী থানায় চারজনের বিরুদ্ধে মামলা এবং একইদিন সন্ধ্যায় বিয়ের দাবিতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই নারী।

অভিযুক্ত ইব্রাহীম সিকদার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের চরনাজিরপুর গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী বলেন, প্রতিবেশী ছাত্রদল নেতা ইব্রাহীম সিকদার গত বছরের ৫ আগস্টের পর এলাকায় আসেন। এরপর তিনি নানা প্রলোভনে আমার কাছ থেকে দুই লাখ টাকা ধার নেন। পরবর্তী সময়ে তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তিনি আরও বলেন, ইব্রাহীম বিয়ের প্রলোভনে চলতি বছরের ২৩ মার্চ সন্ধ্যায় আমাকে নিয়ে ঢাকায় যান। এসময় আমি নগদ পাঁচ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে গেলে ইব্রাহীম কৌশলে আমার কাছ থেকে তা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগী ওই নারী আরও বলেন, ঢাকায় নিয়ে ইব্রাহীম আমাকে একটি বাসায় প্রায় তিন মাস রাখেন। সেখানে বিয়ের আশ্বাসে একাধিকবার আমাকে ধর্ষণ করা হয়। এতে আমি অন্তঃসত্ত¡া হয়ে পরলে ইব্রাহীম বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে চলতি মাসের ২২ জুন এলাকায় ফিরে আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু আমার বাবা-মা আমাকে গ্রহণ না করে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম সিকদার বলেন, প্রবাসীর স্ত্রী আমার সাথে ঢাকায় বেড়াতে গিয়েছিলেন। এখন এলাকায় ফিরে বিয়ের জন্য চাঁপ দিচ্ছেন। এতে রাজি না হওয়ায় সে আমার বিরুদ্ধে থানায় মিথ্যে মামলা দায়ের করেছেন। মুলাদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মহিউদ্দীন ঢালী বলেন, ওই নারীর দায়ের করা মামলার অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইব্রাহীম সিকদারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, প্রবাসীর স্ত্রী বাদি হয়ে ইব্রাহীম সিকদার ও তাঁর বাবা, মা এবং বোনের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..