১২২ চীনা নাগরিককে আটক করেছে নেপাল পুলিশ। সাইবার অপরাধে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। ট্যুরিস্ট ভিসায় ভ্রমণে আসা এসব নাগরিককে গত সোমবার অভিযান চালিয়ে আটক করা হয়। দেশটিতে চালানো এযাবতকালের সবচেয়ে বড় অভিযান এটি।
পুলিশ জানায়, রাজধানী কাঠমাণ্ডুতে অভিযান চালিয়ে ১২২ চীনা নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে ৮ জন নারী। যেসব বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে সেগুলো হোস্টেলের ধাঁচে তৈরি করা; যাতে রান্নাঘর, বিছানা, সারিবদ্ধ চেয়ার টেবিল রয়েছে।
বেইজিং জাতীয় কেন্দ্রীয় ব্যুরোও নেপাল পুলিশের সঙ্গে অভিযানে সহযোগিতা করেছে বলে জানান শাহী। অনুমোদনবিহীন ভাবে গেমিং ব্যবসা পরিচালনার কারণে এর আগে ফিলিপাইনে অভিযান চালি্যে ৩৪০ চীনা নাগরিককে আটক করে পুলিশ।
এছাড়া গত মাসে একটি অনলাইন বিনিয়োগ কেলেঙ্কারির বিষয়ে তদন্তে নেমে মালয়েশিয়ায় প্রায় ৭০০ চীনা নাগরিককে আটক করে পুলিশ। আর এসব অভিযানের কোনোটির সঙ্গে এদের যোগসূত্র রয়েছে কিনা তা জানা যায়নি।