× Banner
সর্বশেষ
আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া

চা-শ্রমিকদের হাতে হরিণ আটক

admin
হালনাগাদ: বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

হাফিজুল ইসলাম, জুড়ী প্রতিনিধঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল চা-বাগান থেকে একটি হরিন উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে দিকে জড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা-বাগানে এলাকা থেকে স্থানীয় চা-শ্রমিকরা হরিণ উদ্ধার করেন পরে চা-শ্রমিকরা আটক করে ম্যানেজারের বাংলায় নিয়ে আসে বাগানের ম্যানেজার রায়হানুল ইসলাম বন বিভাগের সাথে যোগাযোগ করলে সন্ধায় মৌলভীবাজার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিট কর্মকর্তা বন বিভাগের কর্মকতা মোনায়েম হোসেন বাগানে যান পরে  চা-শ্রমিকরা হরিণ টিকে  বন বিভাগের কাছে হস্তান্তর করেন। মোনায়েম হোসেন  জানান আটক হরিণের চিকিৎসা করে লাউয়াছড়া জাতীয় উদ্দানে অবমুক্ত করে দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..