× Banner
সর্বশেষ
অর্জুনকে যুদ্ধে কনভেন্স করার বক্তব্যই গীতা -জহির উদ্দিন স্বপন মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক মহানবী (সা.) -ধর্ম উপদেষ্টা পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি, বাড়ছে পাকিস্তানের উপর ইসরায়েলের দূরত্ব বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে জেনারেল হাসপাতাললে ৭ দালালকে কারাদন্ড বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে”- আনিসুর রহমান তালুকদার সৌদি আরবে অবৈধ প্রবাসীদের সুখবর দিলো সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য শারদীয় দুর্গাপূজার সূচনায় মহালয়া আজ আজ ২১ সেপ্টেম্বর রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

দেবব্রত রায় দিপন, সিলেট

সিলেটে চা-বাগানে হত্যাকাণ্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

অনলাইন ডেক্স
হালনাগাদ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
চা-বাগানে হত্যা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগানে হত্যাকাণ্ডের ঘটনায় ২ দিনে ৯ জনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। আসামীদের বুধবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের গোয়াইনঘাট আমলী আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন। এই ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার ও বুধবার সিলেটের মধ্য জাফলং এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মনজ্জির আহমদের ছেলে কপিল উদ্দিন লিটন, মৃত বসন্ত গোয়ালার ছেলে নিরঞ্জন গোয়ালা, শুধু প্রধানের ছেলে আক্কেল প্রধান, বীরেন ঘাটুয়ার ছেলে বিশ্বজিত, চুনিলাল কর্মকারের ছেলে চপ্পল কর্মকার, হৃদয় মৃধার ছেলে সঞ্জিত মৃধা, বীরেন রায়ের ছেলে কাজল রায়, মঙ্গল রায়ের ছেলে কাজল রায় এবং বাবুল কর্মকারের ছেলে সজীব কর্মকার।

এর আগে সোমবার (৪ আগষ্ট) রাতে জাফলং চা-বাগানে ইমাম উদ্দিনকে আটক করে একদল লোক মারধর করে। পরিবারের অভিযোগ, মারধরের একপর্যায়ে তার মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার সকালে চা-বাগানের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিহতের বাবা হরমুজ আলী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় এ মামলা করেন। দায়ের করা মামলায় জাফলং চা-বাগান এলাকার কপিল উদ্দিন লিটনকে প্রধান আসামি করে মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করে। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয় এবং সর্বশেষ বুধবার (৬ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে আরোও ৩ জনকে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।

নিহত ইমাম উদ্দিন গোয়াইনঘাট উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ বলেন, ‘নিহতের বাবা হরমুজ আলীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে  মামলার প্রধান আসামীসহ ইতোমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..