× Banner
সর্বশেষ
প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান প্রতিপাদ্য পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস আজ ফাতেহা-ই-ইয়াজদাহম গাজা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে হামাস আজ ৪ অক্টোবর শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ অক্টোবর শনিবারে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক 

চালকবিহীন গাড়ি আনছে টাটা!

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: টাটা আনছে দেশের প্রথম চালকবিহীন গাড়ি। আগামী দুই বছরের মধ্যে সেই গাড়ি পরীক্ষামূলকভাবে চালানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে সংস্থার পক্ষে জানানো হয়েছে।

টাটা-র অধীনে থাকা একাধিক সংস্থা এই গবেষণায় সাহায্য করছে।

সূত্রের খবর, এই গাড়িটিতে চারপাশে নজর রাখার জন্য লাগানো থাকবে মোট ১২টি ক্যামেরা। ৫ থেকে ৬টি লেজার সেন্সর লাগানো হবে। দুটি গাড়ির মধ্যে যোগাযোগ কিভাবে রাখা যায় তা নিয়েই চলছে গবেষণা। কোনও জিনিসে ধাক্কা মারার আগে অ্যালার্ট দেওয়ার ব্যবস্থা থাকবে গাড়িটিতে। মোবাইল কিংবা ট্যাব থেকেও গাড়িটি কন্ট্রোল করা সম্ভব হবে।

এই গাড়ির জন্য উচ্চ রেজোলিউশনের ক্যামেরা বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে টেল আভিভ ইউনিভার্সিটিকে। টাটার এই নতুন প্রজেক্ট প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিশা দেখাবে বলেও মনে করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..