× Banner
সর্বশেষ

চাকরিজীবী মেয়ে বিয়ে করেছেন তো মরেছেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

লাইফস্টাইলঃ য়েরা আমাদের সমাজে প্রতিষ্ঠা পাচ্ছে। তারা ভালো পড়াশুনা করছে, ভালো চাকরিও করছে । কিন্তু এই ভালো পড়াশুনা বা চাকরি দেখে অনেক বাবা-মা অথবা অনেক ছেলেই তাদের বউ হিসেবে পেতে চাচ্ছে । আমার বউ বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার এই আস্ফালনের উদ্দেশ্যে অনেকেই এসব মেয়েদের বিয়েও করছে ।

কিন্তু বিয়ের পরেই দেখা দেয় নানা বিপত্তি –

১. এত পড়াশুনা জানা মেয়েরা ঘরে থাকতে চাইবে না , তারা একটা চাকরি করতে চাইবে যদিও আপনার প্রচুর টাকা থাকে ।

২. পড়াশুনা বা চাকরি এই অজুহাতে তারা আপনাকে সময় দিতে পারবে না, আর আপনার পিতা-মাতা তার সেবা পাবার আশা সুদুর পরাহত ।

৩. আপনার সন্তানকে দেখার সময় তার হবে না, সন্তান লালিত পালিত হবে দাদী অথবা নানী অথবা কাজের বুয়ার কাছে ।

৪. যেহেতু সে নিজেই ইনকাম করে, আপনার আদেশ দেয়ার ক্ষমতা থাকবে না, আপনার ইচ্ছাকে অধিকাংশ ক্ষেত্রে পাত্তাও দিবে না ।

৫. রাসুল (সা) বলেছেন, আমি যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে স্ত্রীকে স্বামীকে সিজদা করতে বলতাম । এই হাদিছ তারা কখনোই মানবে না

৬. আপনি সারাদিন পরিশ্রম করে বাসায় এসে একটু সেবা চাইবেন সেটা কখনই হবে না, কারণ সেও তো পরিশ্রম করে এসেছে সেও তো একটু সেবা চায় ।

৭. একে চাকরি করতে দিবেন না? সারাক্ষণ আপনাকে অভিশাপ দিতে থাকবে. তোমার জন্য আমার ক্যারিয়ার ধ্বংশ হয়ে গেলো

৮. বউ পাবেন না, একজন শাসক পাবেন। আর মেয়ের পক্ষে ভাই না থাকলে তো কথা নেই। তাকে শাসন করার ও কেউ নেই। যেখানে ইচ্ছে সেখানে ঘুরবে তাতে আপনার কি!

৯। ঘরজামাইদের একমাত্র সুযোগ হতে পারে ভাই নেই এমন চাকরিজীবী মেয়ে। অলরাউন্ডার হিসেবে পরিবারের,শ্বশুর-শাশুড়ির সেবা, বাড়ি দেখাশুনা, বাজার করা, রান্না করা, শ্বশুর বাবার পিটে তেল মেখে দেওয়ার ব্যাপারে এক্সপার্ট হবেন।

সুতরাং সাধু সাবধান, বিয়ের আগেই ক্লিয়ার করে নিন, আপনি কি চান আর সে কি চায় ? বিষয়: বিবিধ(লেখাটি এস শুভ এর লেখা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)


এ ক্যটাগরির আরো খবর..