ত্রয়ী ব্যানার্জী (চবি প্রতিবেদক): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসবের সূচনা হয়েছে। ১৯৬৮ সালের ৫ নভেম্বর রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. আরআই চৌধুরীর হাত ধরে বিভাগটি প্রতিষ্ঠিত হয়।
‘আমার বিভাগ, আমার অহংকার’, ‘আমার বিভাগ, আমার পরিচয়’, ‘ঐতিহ্য ও গৌরবের ৫০ বছর’ ইত্যাদি স্লোগানে সোমবার (৫ অক্টোবর) সকালে সমবেত হন রাজনীতি বিজ্ঞান বিভাগে। কেক কেটে, আলোচনা ও স্মৃতিচারণে স্মরণীয় করে রাখা হয় ৫০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণ।
চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরীসহ বিভাগের শিক্ষকরা আলোচনায় অংশ নেন।
শিগগির বর্ণিল অনুষ্ঠান আর নবীন-প্রবীণের সেতুবন্ধনের মধ্য দিয়ে উদযাপিত হবে সুবর্ণজয়ন্তীর মূল অনুষ্ঠান।