13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ১৬ থানায় মাদক আইনে মামলা হয়েছে ৪ হাজার ১৯১টি

admin
February 4, 2018 4:12 pm
Link Copied!

ক্রাইম প্রতিবেদক(রাজিব শর্মা), চট্টগ্রামঃ চট্টগ্রাম মহানগরীর ১৬ থানায় প্রতি দুই ঘণ্টায় একটি করে মাদক আইনে মামলা দায়ের হচ্ছে। মাদক উদ্ধারের ঘটনায় এসব মামলা করছে পুলিশ। ২০১৭ সালে নগরীর থানাগুলোয় মাদক আইনে মামলা হয়েছে ৪ হাজার ১৯১টি, যা বিগত কয়েক বছরের তুলনায় সর্বোচ্চ।

সংশ্লিষ্টদের মতে, মাদকসেবীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে আছে ‘ইয়াবা’। মাদক ব্যবসায়ীদের পৃথক তালিকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকলেও সেবনকারীদের তালিকা নেই। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে কৌশলে আনা হচ্ছে এসব ইয়াবা। এ ছাড়া দেশেও তৈরি হচ্ছে নকল ইয়াবা। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ইয়াবা তৈরির মেশিন উদ্ধারের পর বিষয়টি নিশ্চিত হয়েছে তারা। এদিকে তালিকাভুক্ত কোটিপতি মাদক ব্যবসায়ীদের সম্পদের সন্ধানে নেমেছে দুদক।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূ্ত্রে জানা যায়, ২০১৭ সালে নগরীর ১৬ থানায় মাদক আইনে মামলা হয়েছে ৪ হাজার ১৯১টি। এর মধ্যে হালিশহর থানায় ২৩৬টি, চান্দগাঁওয়ে ৩১০টি, আকবরশাহ থানায় ৩৭০টি, ইপিজেডে ২৬৯টি, কর্ণফুলীতে ৩৬৬টি, বাকলিয়ায় ৩৫৯টি, বায়েজিদে ৩৩৭টি, ডবলমুরিংয়ে ২২৩টি, পতেঙ্গায় ২০০টি, পাঁচলাইশে ১১৬টি, পাহাড়তলীতে ১৫৪টি, কোতোয়ালিতে ৬০৮টি, খুলশীতে ১৫৭টি, চকবাজারে ৮৭টি, বন্দরে ১৯৮টি এবং সদরঘাটে ২০১টি। এ ছাড়া ২০১৩ সালে সিএমপির থানাগুলোয় মাদক আইনে মামলা হয়েছিল ১ হাজার ৭০৬টি, ২০১৪ সালে ২ হাজার ৫১২টি, ২০১৫ সালে ২ হাজার ৭০টি, ২০১৬ সালে ৩ হাজার ৪৫৮টি এবং ২০১৭ সালে ৪ হাজার ১৯১টি। যেসব মাদক ব্যবসায়ীর হাত ধরে চট্টগ্রামে মাদকের বিস্তার ঘটছে তাদের তালিকা তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তালিকার শীর্ষে আছে- নগরীর রেলস্টেশন সংলগ্ন বরিশাল কলোনির মাদক সম্রাট হিসেবে পরিচিত মো. ইউসুফ, হালিশহর থানাধীন ছোটপুল এলাকার জানে আলমের ছেলে রেজাউল করিম ওরফে ডাইল করিম, কোতোয়ালি থানাধীন বিআরটিসি চৌদ্দ জামতলা বস্তির বাদশা মিয়ার ছেলে মো. ফয়সাল, কোতোয়ালি থানাধীন পাথরঘাটা সিঅ্যান্ডবি কলোনির আবুল হোসেনের ছেলে মো. আরমান, আকবরশাহ থানাধীন আলমগীর, খোরশেদ ও বাবুল, সদরঘাট আইচ ফ্যাক্টরি রোড এলাকার ফারুক রানাসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকাভুক্ত এসব ব্যক্তি মাদক ব্যবসার মাধ্যমে মাত্র কয়েক বছরে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তাদের অর্থের উৎস সন্ধানে সম্প্রতি মাঠে নেমেছে দুদক। চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (মেট্রো অঞ্চল) উপপরিচালক শামীম আহমেদ যুগান্তরকে বলেন, একসময় সেবনকারীদের কাছে গাঁজা, হেরোইন, ফেনসিডিল জনপ্রিয় ছিল। গত কয়েক বছর ধরে ইয়াবার প্রতি আসক্তির হার বেড়েই চলেছে। এটা জ্যামিতিক হারে বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সংস্থা অভিযান অব্যাহত রেখেছে। এ কারণে ধরাও পড়ছে, মামলাও হচ্ছে বেশি।

http://www.anandalokfoundation.com/