× Banner
সর্বশেষ
যশোরের বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক -২ পা দিয়ে লিখে এইচএসসি পাস করলেও পরিচয়পত্রের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অদম্য জসিম সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার অর্জুনকে যুদ্ধে কনভেন্স করার বক্তব্যই গীতা -জহির উদ্দিন স্বপন মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক মহানবী (সা.) -ধর্ম উপদেষ্টা পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি, বাড়ছে পাকিস্তানের উপর ইসরায়েলের দূরত্ব বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে জেনারেল হাসপাতাললে ৭ দালালকে কারাদন্ড বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে”- আনিসুর রহমান তালুকদার সৌদি আরবে অবৈধ প্রবাসীদের সুখবর দিলো সরকার

ঘোটকে চড়ে দেবীর আগমন, দোলায় প্রস্থান

admin
হালনাগাদ: সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার দিন গণনা শুরু। এদিন  দেবী দুর্গার আবির্ভাব ঘটে। মহালয়া মানেই আর ৬ দিনের প্রতীক্ষা মায়ের পূজার। এ দিনেই হয় দেবীর চক্ষুদান।  দেবী দুর্গা এবার ঘোটকে চড়ে আগমন করবেন আর প্রস্থান করবেন  দোলায় চড়ে।সোমবার মহালয়া সম্পন্নের মাধ্যমে মর্ত্যলোকে পা রেখেছেন দেবী দুর্গা। মহালয়া উপলক্ষে সনাতনী ধমাবলম্বীদের ভিড় ছিলো ঢাকা মহানগর কেন্দ্রীয় পূজামণ্ডপ ও শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরসহ অন্যান্য মন্দিরে।

ঢাকা মহানগর  কেন্দ্রীয় পূজা মণ্ডপের (ঢাকেশ্বরী মন্দির) প্রধান পুরোহিত রঞ্জিত চক্রবর্তী বলেন, মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ১০৮টি আহুতি দিয়ে মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং ভক্তদের উদ্যোগে দুর্গোৎসব শুরু হলো।তিনি বলেন, প্রার্থনা করি, মঙ্গলময়ী মা আমাদের সবাইকে কৃপা করবেন। আজ মহাপূর্ণ তিথিতে মাকে ষোড়শ উপাচারে পূজা দিয়ে মায়ের আগমনী বার্তা,  দেবীর পক্ষকে আহ্বান করা হয়েছে। মা আসছেন আমাদের মধ্যে।

প্রধান পুরোহিত রঞ্জিত চক্রবর্তী আরও বলেন, এ বছর মা আসবেন ঘোটকে চড়ে এবং যাবেন  দোলায় চড়ে। মা দুর্গা যেন আমাদের পূজা অর্চনা গ্রহণ করে সবার ওপর মঙ্গল করেন  সেই প্রার্থনা করি।আগামী ১৯ অক্টোবর  থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে। মূলত,  সোমবার  থেকেই দুর্গাপূজার আগমনধ্বনি শুনতে পান পূজার্থীরা। দুর্গাপূজার এ সূচনার দিনটি সারাদেশে  বেশ আড়ম্বরের সঙ্গে উদযাপিত হচ্ছে।

শরৎকালে দুর্গাপূজার আয়োজন হয় বলে এই পূজাকে শারদীয় দুর্গোৎসবও বলা হয়। শ্রীরামচন্দ্র শরৎকালে সীতাকে উদ্ধার করতে যাওয়ার আগে অকালে দুর্গাপূজার আয়োজন করেছিলেন। তাই এ পূজাকে অকালবোধনও বলা হয়।শুভ মহালয়া উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি’র আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে  ভোর ৬ টায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান হয়েছে। এরপর সকাল ৯টায় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনদিনের সরকারি ছুটি ঘোষণার দাবী জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

একই সাথে শারদীয় দুর্গোৎসবে ঈদের মতো বঙ্গভবন, গণভবন, নগরভবন এবং জেলা পর্যায়ে সরকারি ভবনসমূহে আলোকসজ্জা, কারাগারে উন্নত খাবার পরিবেশন, ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাতিল করে ইসলামি ফাউন্ডেশনের অনুরূপ হিন্দু ফাউন্ডেশন এবং পুজোমন্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার দাবী জানানো হয়েছে।

সোমবার ঢাকেশ্বরী মন্দির মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তারা এই আহবান জানান। শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি জানানোর লক্ষ্যে এই মতিবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।পরিষদের সভাপতি কাজল দেবনাথের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপদেষ্টা ড. নিম চন্দ্র ভৌমিক, স্বপন কুমার সাহা, শিল্পী রথীন্দ্রনাথ রায়, সাবিত্রী ভট্টাচার্য্য, জে. এল. ভৌমিক, নারায়ণ সাহা মনি, মিলন কান্তি দত্ত, নির্মল চ্যাটার্জী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব।

মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই দুর্গোৎসবের ছুটি শুক্রবার ২৩ অক্টোবরের পরিবর্তে বৃহস্পতিবার ২২ অক্টোবর ঘোষনা করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।

সভায় লিখিত বক্তব্যে বলা হয়, গত বছর বাংলাদেশে শারদীয় দুর্গা পূজামন্ডপের সংখ্যা ছিল ২৮ হাজার ৩৮৭ টি। এ বছর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৪। সভায় জানানো হয়, পুজোকে সামনে রেখে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও ১৪ দলীয় জোটের সাথে মতবিনিময় হয়েছে। প্রতিটি সভায় সারা দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা এবং সর্বাত্মক নিরাপত্তার আশ্বাস দেয়া হয়েছে। কেন্দ্রীয় ১৪ দলের  নেতৃবৃন্দ তাদের বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এমপিরা পুজোর সময় যার যার এলাকায় থাকবেন।


এ ক্যটাগরির আরো খবর..