13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গ্রাম আদালতের ব্যাপক সেবা পাচ্ছেন কামারখালী ইউনিয়নের জনগণ

admin
November 3, 2015 3:45 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের জনগণ গ্রাম আদালতের সেবা পাচ্ছেন। স্থানীয় সরকার মন্ত্রানালয়ের অধিনে ইউ, এন, ডি,পি ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় এবং মাদারীপুর লিগ্যাল এইডের সার্বিক সহযোগীতায় গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কামারখালী ইউনিয়নে সেপ্টেম্বর ২০১০ ইং থেকে অক্টোবর ২০১৫ ইং পর্যন্ত সর্বমোট ৩২১ টি মামলার আবেদন পাওয়া গেছে কোট হতে প্রাপ্ত ২২ টি এর মধ্যে গ্রাম আদালতে নিস্পতি হয়েছে ২৮৮ টি স্থানীয়ভাবে আপোষ নিস্পতি ১৯ টি বাতিল খারিজ ৩৪ টি অপেক্ষমান ৩টি এ পর্যন্ত রায় বাস্তবায়ন হয়েছে ২৭৯ টি উঠান বৈঠক হয়েছে ৩৮২ টি মিটিং ও সভা ১৯৮ টি এ পর্যন্ত অর্থ আদায় হয়েছে ৮ লক্ষ টাকা।

কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান নিয়মিত গ্রাম আদালতে কোর্ট পরিচালনা করেন এবং এই ইউনিয়ন পরিষদের সদস্যরাও সহযোগীতা করেন এবং কোর্ট সহকারী মন্দিরা বোস নিয়মিত কোর্ট অফিসে বসেন মামলার আবেদন গ্রহন করেন। মধুখালী উপজেলার সমন্বয়নকারী রুবিনা বেগম বলেন মধুখালী উপজেলার ৮টি ইউনিয়নের সুন্দরভাবে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান অত্যন্ত আন্তরিকতা,সৎ ও নিষ্ঠার সাথে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করেন। কামারখারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান ও সকল সদস্য ইউপি সচিব কোর্ট সহকারী সহ ইউনিয়নবাসীর সহযোগীতায় গ্রাম আদালতের কার্যক্রমে কামারখালী ইউনিয়নের সুশাসন প্রতিষ্ঠা ন্যায় বিচারের কোন বিকল্প নাই। গ্রাম আদালত কার্যকরী করার মাধ্যমে ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধিসহ স্থানীয় সরকারের শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হবে।

http://www.anandalokfoundation.com/