14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীর সাবেক পৌর মেয়রের ফাঁসির দাবিতে বিক্ষোভ

Link Copied!

আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক অপকর্মের মূলহোতা কারাগারে থাকা দানবখ্যাত জেলার গৌরনদী পৌরসভার বিনাভোটে তিনবারের সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল দশটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিন করা হয়।

শেষে বাসষ্ট্যান্ডে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, যুগ্ন আহবায়ক শামীম খলিফা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সায়েদুল আলম খান সেন্টু, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের সদস্য সচিব ফুয়াদ হোসেন এ্যানি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিপ্লব হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আল-আমিনসহ অন্যান্যরা।

বক্তারা বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে গৌরনদীতে রাজনৈতিক সন্ত্রাসের গডফাদার ও দানবখ্যাত হারিছুর রহমানের ফাঁসির দাবি করেন। একইসাথে বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা হারিছুর রহমানের আয়েশী জীবন কাটানোর ঘটনায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

http://www.anandalokfoundation.com/