14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে বনায়নের গাছ কাটার উৎসব

Brinda Chowdhury
March 3, 2021 6:20 pm
Link Copied!

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: খাল পুনঃখননের মাটি অপসারনের অজুহাতে,বিধি ছাড়াই উপজেলার ভূরঘাটা- সমরসিংহ ভেড়িবাঁধে (রিভার সাইডের) সামাজিক বনায়নের অনেক সরকারি গাছ কাটা হয়েছে। গৌরনদী বন কর্মকর্তার নির্দেশে সুবিধাভোগী একটি সমিতির সভাপতি ও স্থানীয় আ’লীগ নেতা সাবেক ইউপি সদস্য কামাল ফকিরের নেতৃত্বে গাছ কাটার উৎসব চলছে । কাটা গাছের একটি অংশ বিক্রিও করেছেন তারা।

জানা গেছে, ভেড়িবাঁধের সামাজিক বনায়নের অনেক বনজ গাছ কাটা হয়েছে এর কিছু গাছ ভেড়িবাঁধের আশেপাশে রাখা হয়েছে। গৌরনদীর বন কর্মকর্তার যোগসাজশে সুবিধাভোগী একটি সমিতির সভাপতি,খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য কামাল ফকির কাটা গাছের একটি বড় অংশ বিক্রিও করেছেন। ঘটনা আড়াল করার জন্য আমানতগঞ্জ-শশিকর খাল পুনঃখননের মাটি দিয়ে কাটা গাছের অধিকাংশ গোরা ঢেকে দেয়া হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্ধা জানান, খনন কাজের জন্য এত গাছ কাটার প্রয়োজন ছিল না। ব্যক্তিগত লাভের জন্য সামান্য অজুহাতে নির্দয়ভাবে গাজগুলো কাটা হয়েছে। ২০১০ সালের জানুয়ারি মাসে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা বন বিভাগের সঙ্গে স্থানীয় কয়েকটি সমিতির সামাজিক বনায়নের চুক্তি হয়। সে অনুযায়ী বন বিভাগের অর্থায়নে পৃথক তিনটি সমিতির উদ্যোগে ওই বছরের জুন মাসে ভেড়িবাঁধের দু’পাশে শিডলিং ১৪ কিলোমিটার সড়কে, বিভিন্ন প্রজাতির ১৪ হাজার বনজ গাছের চারা রোপণ করা হয়েছিল।

এ বিষয়ে কামাল ফকির বলেন, আমাদের না জানিয়ে ঠিকাদার আমানতগঞ্জ-শশিকর খাল পুনঃখননের মাটি রাখার ফলে এক কিলোমিটার ভেড়িবাঁধের গাছ মাটি চাপায় ক্ষতিগ্রস্ত হয়েছিলো। শ্রমিক দিয়ে ক্ষতিপ্রস্ত গাছগুলো কেটে ৫টি লডে রাখা হয়েছে। ৬ শ মন লাকড়ি বিক্রি করে শ্রমিকদের মজুরি দেয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে গৌরনদী বন বিভাগের রেঞ্জ অফিসার সেলিম আহম্মেদ বলেন, খাল খননের মাটি রাখার কারণে মাটি চাপায় ক্ষতিগ্রস্ত কিছু গাছ সুবিধাভোগী সদস্যরা কেটে হেফাজতে রেখেছে। ১৪ কিলোমিটার ভেড়িবাঁধের রিভার সাইডের গাছগুলো টেন্ডারের জন্য মার্কিং চলছে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, খাল পুনর্খননের ম্বার্থে সরকারি বিধিমোতাবেক ভেড়িবাঁধের সামাজিক বনায়ন প্রকল্পের গাছ অপসারণ করা হবে। টেন্ডার ছাড়া গাছ কাটার কোন সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।

http://www.anandalokfoundation.com/