× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে দুই দলিল লেখকের কারাদন্ড

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
বিয়ের প্রলোভনে ধর্ষণ

বরিশালের গৌরনদীতে পর্চা জাঁলিয়াতির অভিযোগে বৃহস্পতিবা দুপুরে দুই দলিল লেখককে ভ্রাম্যমান আদালত তিন মাসের কারাদন্ড এবং পাঁচশ’ টাকা করে জরিমানা করেছে। দন্ডপ্রাপ্তরা হলেন- গৌরনদী সাব রেজিষ্ট্রি অফিসের তালিকাভুক্ত দলিল লেখক ও মধ্য হোসনাবাদ এলাকার মহসিন উদ্দিনের ছেলে মো. ইমন (৪০) এবং দলিল লেখক ও পিঙ্গলাকাঠী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মাহমুদ হাসান সজল।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, নলচিড়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত সদস্যা সাবিনা ইয়াসমিন তার জমির রেকর্ড সংশোধনের জন্য ভূমি অফিসে আবেদন করেন। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট মাঠ পর্চা ভূয়া হওয়ায় ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় সে (সাবিনা) ভূয়া পর্চা তৈরির জন্য দুই দলিল লেখককে দায়ী করে লিখিত অভিযোগ করেন।

সাবেক ইউপি সদস্যা সাবিনা ইয়াসমিন জানান, জমির রেকর্ড সংশোধনের জন্য দলিল লেখকদের সঙ্গে আলোচনা করি। পরবর্তীতে তারা আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে পর্চা বানিয়ে দেয়। পরবর্তীতে ওই পর্চা দিয়ে রেকর্ড সংশোধনের আবেদন করি। তারা যে ভূয়া পর্চা বানিয়ে দিয়েছে তা আমার জানা ছিলোনা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানিয়েছেন, ওই নারীর আবেদনের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য দুই দলিল লেখককে আমার অফিসে ডেকে আনা হয়। এসময় তারা সাব-রেজিষ্টার এবং দলিল লেখক সমিতির সভাপতির সামনেই ভূয়া পর্চা তৈরির দায় স্বীকার করে। পরে ভ্রামামান আদালতের মাধ্যমে উভয়কে জেল-জরিমানা করা হয়।

গৌরনদী মডেল থানার নবাগত ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, দুই দলিল লেখক থানায় আটক আছেন। দন্ডের কাগজপত্র হাতে পেলে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..